আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে জয় পেল গুজরাট টাইটান্স। প্রথম ইনিংসে ৮উইকেট হারিয়ে ১৬৯রান করেছিল বেঙ্গালুরু। লিয়াম লিভিংস্টোন করেন ৫৪ রান এবং টিম ড্যাভিড করেন ৩২রান। মহম্মদ সিরাজ নেন মোট ৩টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লক্ষ্য খুব সহজেই পূরণ করে নেয় গুজরাট। মাত্র ২উইকেট হারিয়ে ৮উইকেটে জয় পেল গিলের দল। বাটলার করেন ৭৩রান। বেঙ্গালুরুর আগামী ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০এপ্রিল। গুজরাটের পরবর্তী ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে আগামী ৬এপ্রিল।
indian premire league
বেঙ্গালুরুকে হারাল গুজরাট

×
Comments :0