করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে দেশে। সরকারি হিসাবে, ১২৬ দিন পর শুক্রবার দেশজুড়ে ৮০০’র বেশি আক্রান্ত হয়েছেন কোভিডে। এখন দেশে ৫হাজার ৩৮৯ জন চিকিৎসাধীন। শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৪৩ জন আক্রান্ত হয়েছেন। ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে একজন করে প্রাণও হারিয়েছেন।
এখন মোট সংক্রমণের ০.০১ শতাংশ ‘অ্যাক্টিভ’ বা চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যু হার ১.১৯ শতাংশ।
এদিকে, কোভিডের নতুন প্রকরণ এক্সবিবি ১.১৬-এ ৭৫ জন আক্রান্ত হয়েছেন দেশে। কর্ণাটক (৩০), মহারাষ্ট্র (২৯), পুদুচেরি (৭), দিল্লি (৫), তেলেঙ্গানা (২), গুজরাট (১), হিমাচল প্রদেশ (১) এবং ওডিশায় এই প্রকরণের খোঁজ মিলেছে।
Comments :0