জম্মু ও কাশ্মীরের কিশ্তোয়ারে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬। উদ্ধার কাজ চলার সঙ্গে সঙ্গে মৃতের শঙ্কা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
উত্তরাখণ্ডের ধরালির পর জম্মু ও কাশ্মীরের কিশ্তোয়ার। মেঘভাঙা বৃষ্টির পর কিশ্তোয়ারের পদার তাশোতি এলাকায় জলস্রোত নেমে আসে হুড়মুড়িয়ে। কাদাজলের স্রোত জনবসতির বিভিন্ন এলাকা ভাসিয়ে নিয়ে গিয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা শোকবার্তা জানিয়ে বলেছেন উদ্ধারের কাজে সব চেষ্টা জারি রেখেছে প্রশাসন।
সরকারি স্তর থেকে, বৃহস্পতিবার রাত ৯টাতেও, নিশ্চিত করা হয়নি মৃতের সংখ্যা। এদিন শ্রীনগরের আবহাওয়া বিভাগ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ার কিছুক্ষণের মধ্যে বিপর্যয় দেখা দেয়। আরও ৪-৬ ঘন্টা জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় জোরালো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারের কাজে নামিয়েছেন বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শতাধিক বাসিন্দা আহত হয়েছেন বিপর্যয়ে। জম্মুতে স্বাধীনতা দিবস উদ্যাপনের অনুষ্ঠান ছাঁটকাট করা হচ্ছে।
এদিন হড়পা বান ছুটে আসায় ধুয়ে যায় একটি ‘লঙ্গর’ বা যৌথ রান্নাঘর। হিন্দু ধর্মস্থান মচেল মাতা মন্দিরের অভিমুখে যাত্রা করে দর্শনার্থীরা অনেকেই এ রান্না ঘরে খাচ্ছিলেন। কেউ কেউ ছিলেন ছড়িয়ে ছিটিয়ে পাশের জসনাই নালার ধারে। আচমকা হড়পা বান ভাসিয়ে নিয়েছে তাঁদের অনেককে।
Kishtwar Flash Flood
কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

×
Comments :0