Derhadun Accident

দেরাদুন দুর্ঘটনা: পড়ুয়ারা মদ্যপ অবস্থায় লাগামহীন জোরে গাড়ি চালাচ্ছিল, অনুমান

জাতীয়

উত্তরাখন্ডে কিছুদিন আগে একটি ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় ৬ তরুণ-তরুণীর। জানা গেছে, দেরাদুনে সেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় জড়িত কলেজ পড়ুয়ারা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেওয়ার ঠিক আগে পার্টি করছিল এবং মদ্যপান করছিল। পুলিশ জানিয়েছে, ওই এলাকার সিসিটিভি ফুটেজে ছাত্রদের অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে দেখা গেছে।
মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ছয় শিক্ষার্থী নিহত ও অপর একজন গুরুতর আহত হয়। ধারণা করা হচ্ছে, সংঘর্ষের আগে শিক্ষার্থীদের ইনোভা একটি বিএমডব্লিউ’র সাথে রেসিং করছিল। প্রভাবের শক্তি এতটাই তীব্র ছিল যে গাড়ির কিছু আরোহীর মাথা কেটে যায় বলে জানা গেছে এবং গাড়িটি একদম চেপটে যায়।
একটি ভিডিওতে দেখা যায়, একদল তরুণ-তরুণী গানের তালে তালে দুলছে, পানীয় ঢালছে এবং গ্লাস থেকে পানীয় খাচ্ছে।
এই ফুটেজ দেখে প্রশ্ন উঠেছে যে সংঘর্ষে অ্যালকোহলের কোনও ভূমিকা ছিল কিনা। শিক্ষার্থীরা নেশাগ্রস্ত ছিল কিনা তা পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি, কারণ ময়নাতদন্তের রিপোর্ট এখনও বাকি রয়েছে।
মঙ্গলবার রাত দেড়টা নাগাদ দেরাদুনের ওএনজিসি চকে পড়ুয়াদের গাড়ি পিছন থেকে একটি ট্রাকে ধাক্কা মারলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ছয় যাত্রীই ঘটনাস্থলেই মারা যায় এবং সপ্তম ২৫ বছর বয়সী সিদ্ধেশ আগরওয়ালকে গুরুতর আহত অবস্থায় সিনার্জি হাসপাতালে ভর্তি করা হয়।
তদন্ত চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। যদিও কর্মকর্তারা নিশ্চিত করেননি যে চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা, তবে ভিডিওটি জল্পনা আরও বাড়িয়ে তুলেছে।

Comments :0

Login to leave a comment