অরিজিৎ মণ্ডল
অত্যন্ত লজ্জার, হতাশার যে বিচার পাইনি। পুলিশ-সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তার সদুত্তর পাইনি। তার ওপর প্রতিবাদ ঠেকাতে রাজ্য সরকারের ভূমিকা নিন্দাজনক।
শুক্রবার ধর্মতলার কাছে ধরনা মঞ্চের সামনে দাঁড়িয়ে একথা বলেছেন চিকিৎসক আন্দোলনের নেতা ডা. উৎপল ব্যানার্জি।
এদিন হাইকোর্টের অনুমতি পেয়ে রাতভর ধরনায় বসছে চিকিৎসক মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স এবং ‘অভয়া মঞ্চ’।
ব্যানার্জি বলেন, প্রথমত চার্জশিট দাখিল করার সময় সুপ্রিম কোর্টে সিবিআই প্রতিশ্রুতি দিয়েছিল যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। তা তারা দেয়নি।
দুই, রাজ্য সরকারের যে ভূমিকা পালন করার কথা ছিল করেনি। শিয়ালদহে বিচার আদালতে আরজি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সিবিআই-কে চার্জশিট দাখিল করার অনুমতি দেয়নি রাজ্য সরকার।
তিন,‘অভয়া’ বা ‘তিলোত্তমা’, আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসক-ছাত্রী, তাঁর মৃত্যুর জন্য দায়ী দু্র্নীতি চক্র। এই চক্রের সকলকে তদন্তের আওতায় আনা দরকার। তা দ্রুত করতে হবে।
Comments :0