Girl Student Missing

একসপ্তাহ ধরে নিখোঁজ ছাত্রী, দুশ্চিন্তায় পরিবার

জেলা

নিখোঁজ নাতনিকে বাড়ি ফিরে পেতে মরিয়া দাদু ঠাকুমা। ছবি: অভীক ঘোষ।

মাস সাতেকের মধ্যে মা বাবার মৃত্যুর পর চন্দননগরের কাঁটাপুকুরে মামার বাড়িতেই গত কয়েক মাস ধরে থাকছিল বছর ১৫ শর্মিষ্ঠা মুখার্জি ।ইমামবাড়ার কাছে একটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে ক্লাস টেনের ছাত্রী সে। চলতি বছর তার বোর্ড পরীক্ষা দেওয়ার কথা।
গত শুক্রবার সকাল নটায় স্কুলে অনুষ্ঠান আছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। অন্যদিন স্কুলে পুলকারে যাতায়াত করলেও ওইদিন দিদার থেকে একশ টাকা নিয়ে বের হয় টোটো করে যাবে বলে। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় ছাত্রীর মামা অমিত পাল ও তাঁর বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করেন। সমাজ মাধ্যমেও ছবি দিয়ে খুঁজে দেবার আবেদন করে তাঁর পরিবার। ছাত্রীর কাছে মোবাইল থাকলেও তা বন্ধ রয়েছে।কোথাও খোঁজ না পেয়ে চন্দননগর থানায় অভিযোগ করেন ছাত্রীর মামা।

শর্মিষ্ঠার দাদু শংকর পাল ও দিদা পার্বতী পাল জানান, "গত বছর ডিসেম্বর মাসে মেয়ে শাশ্বতী লিউকোমিয়া মারা যায়। এবছর জুলাই মাসে জামাই অরিন্দম মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। নাতনি একা হয়ে যায়। তারপর থেকে চুঁচুড়া কোদালিয়ায় তাদের বাড়ি ছেড়ে কাঁটাপুকুরে আমাদের বাড়িতেই থাকে। এখান থেকেই স্কুলে যেত।"
মামা অমিত জানান, "ইংরেজিতে লেখা একটা নোট পাওয়া গেছে। ভাগ্নি তাতে লিখেছে, কারো সঙ্গে নিজের ইচ্ছায় সে চলে যাচ্ছে। কিন্তু কোথায় গেলো কী অবস্থায় আছে কিছুই বুঝতে পারছি না।" 
খুবই দুশ্চিন্তায় রয়েছে ছাত্রীর পরিবার। পুলিশ সূত্রে খবর, মোবাইল লোকেশান ট্রাক করা হচ্ছে। সংশ্লিষ্ট সব থানায় জানানো হয়েছে।

 

Comments :0

Login to leave a comment