dear lottery raid

কেন্দ্র-রাজ্যের মদতেই এমন লুট, ডিয়ার তল্লাশিতে ক্ষোভ মিশ্রের

রাজ্য কলকাতা

কেন্দ্র এবং রাজ্যের সরকারের মদত ছাড়া এমন আর্থিক চক্রান্ত সম্ভব নয়। রাজ্যের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। দক্ষিণ কলকাতার ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার প্রসঙ্গে একথা বলেছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। 
ডিয়ার লটারি সংক্রান্ত তল্লাশিতে নেমে এই টাকা পেয়েছে ইডি। 
লটারি-কেলেঙ্কারির তদন্তে, কলকাতা-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। 
বৃহস্পতিবার থেকে টানা তল্লাশি চলছে। কলকাতার লেক মার্কেট সংলগ্ন প্রিন্স গেলাম মহম্মদ রোডে ফিউচার গেমিং সংস্থার দপ্তরে তল্লাশি করে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। এই ফিউচার গেমিং রাজ্যের ডিয়ার লটারির 'সোল ডিস্ট্রিবিউটার'। ইডি সূত্রের খবর প্রায় ৯ কোটি টাকা উদ্ধার হয়েছে। টাকার পরিমান আরো বাড়তে পারে। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যে শাসক দল তৃণমুলের। 
রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, রেশন, টেট দূর্নীতির সাথে নতুন যুক্ত হয়েছে 'ট্যাব দুর্নীতি। লটারিতেও আর্থিক দুর্নীতি নিয়ে তল্লাশি চালাচ্ছে ইডি। কিন্তু ফিউচার গেমিং এর সাথে কোথায় জড়িয়ে তৃণমূল কংগ্রেস? প্রথমত প্রায় দু বছর ধরে একাধিক বার দেখা লাগছে রাজ্যের শাসক দলের নেতারা ডিয়ার লটারি টাকা পেয়েছেন। তল্লাশিতে দেখা গিয়েছিল কোনও স্বাভাবিক পদ্ধতিতে তৃণমূল নেতারা লটারির পুরস্কার পাচ্ছেন না। প্রক্রিয়াই অস্বচ্ছ। দ্বিতীয়ত, লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন ইলেক্টোরাল বন্ডের তালিকা প্রকাশ করেছিল। তার মধ্যে সবচেয়ে বেশি টাকার বন্ড কিনেছিল এই ফিউচার গেমিং সংস্থা। যার পরিমাণ ছিল ১৩৬৮ কোটি টাকা। সেই টাকার ৪০ শতাংশ অর্থাৎ ৫৪২ কোটি টাকা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এই সংস্থার থেকে বিজেপি পেয়েছে ১০০ কোটি টাকা। এরাজ্যে ডিয়ার লটারির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক তৃণমূল। 
সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য সূর্য কান্ত মিশ্র বলেন, "রাজ্যের শাসক দল এর সাথে যুক্ত। মানুষের টাকা লুট হচ্ছে। এই লুট সব ক্ষেত্রে হচ্ছে। শুধু লটারিতে হচ্ছে? কোথায় লুট হচ্ছে না? শিক্ষায় লুট, রেশনে লুট, আবাসে লুট। ইডি এই দুর্নীতির কোনও কিনারা করতে পারছে না। ইডির কাছে সুবিচার পাওয়া মুশকিল।’’   
রাজনৈতিক দল গুলোর ইলেক্টরাল বন্ডের টাকা নেওয়ার ব্যাপারে প্রথম থেকেই বিরোধিতা করেছে সিপিআই(এম)। ২০১৮ সালে ইলেক্টরাল বন্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে কয়েকটি সংগঠন যার মধ্যে অন্যতম সিপিআই(এম)।

সিপিআই(এম) ঝাড়গ্রাম জেলা কমিটির আয়োজিত রাজ্যের প্রাক্তন মুখমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য ও সিপিআই(এম) সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্র।  

Comments :0

Login to leave a comment