Uttar Pradesh

সাম্প্রদায়িক হিংসার পর থমথমে বারেলি

জাতীয়

সাম্প্রদায়িক হিংসাকে কেন্দ্র করে থমথমে উত্তরপ্রদেশের বারেলি। গত সপ্তাহে ‘আই লাভ মহম্মদ’ পোস্টারকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। সেখান থেকে হিংসা ছাড়ায়। গত সপ্তাহে নমাজের পর মসজিদের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনায় ৮১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। শনিবার বিকেল ৩টা পর্যন্ত মোবাইল ডেটা, ব্রডব্যান্ড, ওয়াই-ফাই সহ সব ধরনের ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। 
এদিন নমাজের আগে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী।
গত সপ্তাহে ধর্মীয় নেতা তৌকির রাজা খান ‘আই লাভ মহম্মদ’ প্রচারের সমর্থনে মিছিল ডাকেন। মিছিলের অনুমতি না দেওয়ায় বাতিল করা হয় কর্মসূচি। সেখান থেকেই উত্তেজনা তৈরি হয়। 
এদিকে এ সপ্তাহের নামাজের আগে আলা হজরত দরগার প্রধান মৌলানা আহসান রাজান খান শান্তি বজায় রাখার আবেদন করেন। 
ইতিমধ্যে বরেলির ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসি বলেন, ‘কী বিচিত্র দেশ! এদেশে আই লাভ মোদী বললে মিডিয়া পর্যন্ত হাততালি দেয়। অথচ আই লাভ মহম্মদ বলা অপরাধ।’

Comments :0

Login to leave a comment