Chinsurah Municipality

অবস্থান বিক্ষোভ অস্থায়ী কর্মচারীদের, আশঙ্কা চুঁচুড়া পৌরসভা

জেলা

কাজে যোগ দিল না হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। অচল পৌরসভা। পৌরসভার গেটের সামনে বসে অবস্থান করেন তাঁরা। দাবি পূরণ না হলে কাজে যোগ দেওয়ার প্রশ্নই নেই সেই কথাও জানিয়ে দিলেন তাঁরা। সোমবার গভীর রাত পর্যন্ত পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর সহ আধিকারিকদের মিটিং হলে ঘেরাও করে রাখে শ্রমিক কর্মচারীরা। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।পৌরসভার অস্থায়ী কর্মচারীদের দাবি,তাদের ১০০ টাকা করে রোজ বাড়াতে হবে। ৬৫ বছর হয়ে গেছে এমন কর্মচারীদের বসাতে গেলে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে। কর্মীদের ইএসআই পিএফ চালু করতে হবে। সোমবার মহকুমা শাসকের আলোচনার আশ্বাসে ঘেরাও আন্দোলন থেকে সরে আসে শ্রমিকরা। তবে মঙ্গলবার সকাল থেকে তাঁরা কাজে যোগ দেয়নি। দাবি পূরণ না হলে তাঁরা কাজ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
এর আগেও বেতনের দাবিতে পথ অবরোধ বিক্ষোভ করেছিলেন হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। পৌরসভার আয়ের সমস্যা থাকায় বেতন দিতে অসুবিধা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। কর্মীদের বেতন দিতে প্রতি মাসে যত টাকা প্রয়োজন সেই টাকা থাকে না পৌরসভার হাতে। চুঁচুড়া পৌরসভার প্রায় দুই হাজারের বেশি অস্থায়ী শ্রমিক কর্মচারী রয়েছেন। তাদের বেতন দিতে পৌরসভার ভাড়ার শূন্য হয়ে যায় দাবি আধিকারিকদের। তাই পৌরসভার বর্তমান বোর্ড ঠিক করে যাদের ৬৫ বছর হয়ে গেছে তাদেরকে বসিয়ে দেওয়া হবে। মঙ্গলবার থেকে তাদের আর কাজে নেওয়া হবে না। পরিবর্তে আর পাঁচ মাস ধরে তাদের বেতন দেওয়া হবে। এরই প্রতিবাদে আন্দোলনে নামে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। আর এই আন্দোলনের ফলে শহরের জঞ্জাল পরিষ্কার হবে না, রাস্তাঘাট আস্তাকুঁড়ে পরিণত হবে আশঙ্কা শহরবাসীর।

Comments :0

Login to leave a comment