রবিবাসরীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই প্রতিবেশী রাষ্ট্রের লড়াই। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হলেও ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে । ইতিমধ্যেই প্রথম ম্যাচে করাচিতে নিউজিল্যান্ডের কাছে হেরেছে রিজওয়ানরা। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় পেয়েছে রোহিতরা। রবিবারের ম্যাচে নামার আগে তাই দুই দল রয়েছে দুই ভিন্ন মেরুতে। গত ম্যাচে গিলের দুর্দান্ত শতরান মুগ্ধ করেছিল সকলকে। তাই এই বড়ম্যাচেও তার ব্যাট ঝলসে ওঠার অপেক্ষায় প্রহর গুনছে গোটা ভারতবাসী। এছাড়াও এই ম্যাচই সেরা মঞ্চ হতে পারে রোহিত বিরাটদের জন্যও। দুইজনেই ৪১রান করেছিলেন আগের ম্যাচে। পাকিস্তানের সমস্যা তাদের ব্যাটিং অর্ডার নিয়ে । নিউজিল্যান্ডের বিপক্ষে এক বাবর আজম ছাড়া আর কেউই সেভাবে নজর কাড়তে পারেননি। বোলিংয়ে হ্যারিস রউফ উইকেট পাওয়ায় তাকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে । শাহিন নাসিমের মতো ফাস্ট বোলাররাই পাকিস্তানের অস্ত্র। সেই অস্ত্রেই ভারতকে ঘায়েল করতে চায় পাকিস্তান। এখনও পর্যন্ত মোট ১৩৫বারের মুখোমুখি সাক্ষাতে পাল্লা ভারী পাকিস্তানের। তারা জিতেছে ৭৩বার এবং ভারতের জয়ের সংখ্যা ৫৬বার। তবে বিশ্বকাপে এখনো পর্যন্ত জয় পায়নি পাকিস্তান। ২০১৭ র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েই ট্রফি ঘরে তুলেছিল পাকিস্তান। তাই সেই হারের বদলা নিতেও বদ্ধপরিকর গৌতম গম্ভীরের ব্রিগেড।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- গিল, রোহিত , বিরাট, শ্রেয়াস, রাহুল, হার্দিক, অক্ষর, জাদেজা, হর্ষিত রানা , শামি ও বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের সম্ভাব্য প্রথম একাদশ- ইমাম উল হক, বাবর আজম, কামরান, রিজওয়ান, সালমান আলী আঘা, শাকিল , খুশদিল , শাহিন আফ্রিদি, নাসিম , হ্যারিস রউফ ও আবরার আহমেদ।
Comments :0