অবসর ভেঙে ভারতীয় ফুটবলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন সুনীল ছেত্রী। ফলে এতে আশার থেকে আশংকার পরিমাণই বেশি। সুনীলের প্রত্যাৱৰ্তন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ভারতীয় স্ট্রাইকারকের বর্তমান পরিস্থিতি। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে কোচ মানালো মার্কেজ জানিয়েছিলেন যে , সুনীলের পরবর্তী স্ট্রাইকার তুলে আনতে প্রত্যেকটি দলকে একজন করে ভারতীয় স্ট্রাইকার খেলাতেই হবে। বেশ কিছু দলে ভারতীয় স্ট্রাইকার থাকলেও তারা নজর কাড়তে ব্যর্থ। ফলে ফারুখ , মনবীর , ডেভিডরা থাকলেও ফিরতে হল সুনীলকে। ভবিষ্যতের একটি অমূল্য সম্পদ হতে পারে রবি হাঁসদা। গত ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে একটি সুন্দর গোল করেছিলেন রবি। সুযোগ পেলে রবি হয়ে উঠবেন লম্বা রেসের ঘোড়া। পরবর্তী ভারতীয় স্ট্রাইকারকে তুলে আনতে রবিকে সযন্তে রাখার দায়িত্ব মহামেডানের কাছে।
আগামী ১৯মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। সাফ ও নেহেরু কাপ মিলিয়ে এখনও অব্দি সুনীল মোট ৪টি ম্যাচ খেলেছেন মালদ্বীপের বিরুদ্ধে। করেছেন মোট ৭টি গোল। এর ঠিক পরেই আগামী ২৫মার্চ এই স্টেডিয়ামেই বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ খেলবেন সুনীলরা।
Comments :0