Indian Hockey Awards

হকি ইন্ডিয়া পুরস্কারে সৃজেশ , সবিতারা

খেলা

indian hockey awards 2025

সোমবার ভারতের ফিল্ড হকি ফেডারেশন হকি ইন্ডিয়ার পক্ষ থেকে সপ্তম বার্ষিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। আগামী ১৫মার্চ তারিখে নয়াদিল্লিতে হবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৫০ বছর আগে ১৯৭৫সালের এই দিনেই হকি বিশ্বকাপ জিতেছিল ভারত। তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই সিদ্ধান্ত হকি ইন্ডিয়ার। আনুমানিক ১২কোটি অর্থমূল্যের এই পুরস্কারে রয়েছে মোট ৩২টি মনোনয়ন রয়েছে। যার মধ্যে প্রধানত রয়েছে ৪টি বিভাগ। হকি ইন্ডিয়া বলজিৎ সিং আওয়ার্ড ফর গোলকিপার অফ দ্যা ইয়ার ,  হকি ইন্ডিয়া পাৰ্গত সিং আওয়ার্ড ফর ডিফেন্ডার অফ দ্যা ইয়ার , হকি ইন্ডিয়া অজিত পাল আওয়ার্ড ফর মিডফিল্ডার অফ দ্যা ইয়ার ,  হকি ইন্ডিয়া ধনরাজ পিল্লাই আওয়ার্ড ফর ফরওয়ার্ড অফ দ্যা ইয়ার। এছাড়াও হকি ইন্ডিয়া প্রেসিডেন্ট আওয়ার্ড এবং জমনলাল শর্মা আওয়ার্ডেও ভূষিত করা হবে ।

হকি ইন্ডিয়া বলজিৎ সিং আওয়ার্ড ফর গোলকিপার অফ দ্যা ইয়ারে মনোনীত হয়েছেন বিছু দেবী খারিবাম , কৃষাণ বাহাদুর পাঠক , পি আর সৃজেশ ও সবিতা।

হকি ইন্ডিয়া পাৰ্গত সিং আওয়ার্ড ফর ডিফেন্ডার অফ দ্যা ইয়ারে মনোনীত হয়েছেন সঞ্জয় , অমিত রোহিদাস , হারমানপ্রীত সিং এবং উদিতা।

হকি ইন্ডিয়া অজিত পাল আওয়ার্ড ফর মিডফিল্ডার অফ দ্যা ইয়ারে মনোনীত হয়েছেন জার্মানপ্রীত সিং , হার্দিক সিং , নীলকান্ত শর্মা , সুমিত ।

হকি ইন্ডিয়া ধনরাজ পিল্লাই আওয়ার্ড ফর ফরওয়ার্ড অফ দ্যা ইয়ারে মনোনীত হয়েছেন লালরেমেসিয়ামি , অভিষেক , সুখজিৎ সিং , নভনিত কৌর । এছাড়াও রয়েছে বেশ কয়েকটি বয়সভিক্তিক আওয়ার্ড।
 

Comments :0

Login to leave a comment