Jadavpur gets new interim VC

যাদবপুরে নয়া বিজেপি ‘ঘনিষ্ঠ’ অস্থায়ী উপাচার্য

কলকাতা

ছাত্র মৃত্যুর ঘটনার আবহেই যাদবপুরে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়েরই গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে অস্থায়ী উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে। 
সম্প্রতি র‌্যাগিং কান্ডে ছাত্র মৃত্যুর পর দেশব্যাপী দুর্নাম কুড়িয়েছে যাদবপুর। এই পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে তিনি জানিয়েছেন আলাদা করে সিসিটিভি বসালেই যাবতীয় সমস্যার সমাধান সম্ভব না। তিনি জানান আপাতত সেই বিষয় তিনি নিজেও কিছু ভাবছেন না। সবাইকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে যাদবপুরের হৃত গৌরব পুনরুদ্ধারই তার আগ্রাধিকার। 


যদিও তার নিয়োগ নিয়ে ইতিমধ্যেই শরু হয়েছে জলঘোলা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ সরব হয়েছেন বুদ্ধদেব সাউ-এর রাজনৈতিক ঘনি্টষ্ঠতা নিয়ে। অতীতে বিজেপি পন্থী শিক্ষক প্রতিনিধিদের নিয়ে পূর্বতন অন্তর্বর্তী উপাচার্যের অপসারণ চেয়ে রাজ্যপালের কাছে দরবার করতে যাওয়ার ঘটনা আছে নয়া অস্থায়ী উপাচার্যের ট্র্যাক রেকর্ডে।

Comments :0

Login to leave a comment