Workplace Hazard

‘কাজ করি, ম্যাজিক দেখাই না’, পদত্যাগ পত্রে লিখলেন কর্মী

জাতীয়

ছবি প্রতীকী

চাকরিই আয়ের ভরসা তাঁদের। তবে সেই চাকরিই ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কখনো ছুটির দিনেও কাজ করা বা টার্গেট পূরণ না করতে পারায় ওপরতলার খারাপ ব্যবহার, এসবের মাঝে অনেকেই হারিয়ে ফেলছেন তার স্বাভাবিক জীবনের স্বস্তি। অনেক সময় তো কর্মক্ষেত্রে  কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা থাকে, ফলে অনিশ্চয়তার কথা ভেবে চিন্তা তো থেকেই যায়। তার জেরে বহু ভালো বেতনের চাকরি ছাড়ার ঘটনাও ঘটে চলেছে বিশ্বজুড়েই। 
কয়েকদিন আগেই এই বিষয়ে বড় নির্মাণ সংস্থার এক কর্মীর পদত্যাগ পত্র কোম্পানির ইনস্টাগ্ৰাম থেকে ভাইরাল হয়। পদত্যাগ পত্র থেকে জানা যায়, কোম্পানি নীতি এবং মাথায় বসা আধিকারিকের নিয়মিত খারাপ ব্যবহারের কারণে তিনি পদত্যাগ করেছেন।  
পদত্যাগ পত্রে ওই কর্মী বলেন,  “ডিয়ার স্যার, কোম্পানিতে টার্গেট বাড়লেও মাইনে বাড়ে না। আমি  কাজ করি, ম্যাজিক দেখাই না।” 
ইনস্টাগ্ৰাম থেকে পাওয়া ছবিটি তে দেখা যায় পদত্যাগ পত্রটিতে কোম্পানির অফিসিয়াল স্ট্যাম্প ও রয়েছে। এটিই একমাত্র ঘটনা তো নয়ই, বরং বাড়ছে কাজের জায়গায় কর্মী হেনস্তা।
সরকারি ব্যাংকে কর্মরত ৩৯ বছর বয়সী এক কর্মী পনের বছর ধরে সেই ব্যাঙ্কে কাজ করার পরেও পদত্যাগ করতে চেয়েছেন। তাঁর বক্তব্য, দৈনন্দিন কাজের চাপ সঙ্গে  প্রতিনিয়ত ট্রান্সফারের ফলে তিনি অসুস্থ হয়ে পড়ছেন। তিনি মনে করছেন, তিনি  নিজের সঙ্গে অন্যায় করছেন। চাকরি ছেড়ে তিনি অন্তত সুস্থভাবে জীবন কাটাতে পারবেন। 
বিভিন্ন সংস্থাই কম বেতনে এবং কম কর্মী রেখে কাজ করাচ্ছে। কর্মীদের ওপর চাপ বাড়ছে। শ্রম আইনের তোয়াক্কা না করাও হয়ে উঠেছে দস্তুর। তার সঙ্গে কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা তো রয়েছেই। যার ফলে কর্মীদের মধ্যে বাড়ছে অসন্তোষ।

Comments :0

Login to leave a comment