FORMULA 1

নারায়ণ , করুণদের পর এবার ফর্মুলা ওয়ানে জায়গা পেলেন কুশ

খেলা

kush-maini-is-the-third-indian-to-join-the--formula-1-after-narayan-kartikeyan--varun-chandhuk

ভারতের কুশ মাইনি সুযোগ পেলেন ফর্মুলা ওয়ানে। নারায়ণ কার্তিকেয়ান এবং করুণ চন্দুকের পর তৃতীয় ভারতীয় হিসেবে এবার ফর্মুলা ওয়ান প্রতিযোগিতায় জায়গা করে নিলেন কুশ। বছর ২৪-র এই ড্রাইভার সুযোগ পেলেন ফর্মুলা ওয়ানের দল ইংস্টোনের এলপাইন এফ ওয়ান ( Alpine F1  ) দলের রিসার্ভ ড্রাইভারের পদে। আগামী ১৬মার্চে মেলবোর্নে শুরু হবে এই প্রতিযোগিতা। ২০২৩ ও ২৪ -এ ফর্মুলা টু তে ফ্রান্সের DAMS ( ড্রিওট এসোসিস মোটর স্পোর্ট ) দলের হয়ে হাঙ্গেরিতে একাদশ ও দ্বাদশ স্থান অধিকার করেছিলেন কুশ।  

Comments :0

Login to leave a comment