নাগরাকাটা ব্লকের অংরাভাষা নং ১ পঞ্চায়েতের খেরকাটা বস্তিতে চিতাবাঘের আক্রমণে মৃত্যু হলো এক নাবালকের। পুলিশ সূত্রে খবর মৃত কিশোরের নাম সঞ্জীব রায়(১১)। তাঁর পিতা শত্রুগন রায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বাড়ির কাছেই খেলা করছিল সঞ্জীব। হঠাৎ চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে তাকে আক্রমণ করে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ক্ষোভে ফুঁসে ওঠেন গ্রামবাসীরা। বন দপ্তরের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় চিতাবাঘ ঘোরাফেরা করছে। একাধিকবার এই ঘটনা ঘটেছে। এর আরে গত ২৮ আগস্ট ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত কলাবাড়ি এলাকায় ভর সন্ধ্যায় বাড়ির সামনে থেকে ১২ বছরের কারিমুল হক ওরফে আলামিন নামে এক কিশোরকে তুলে নিয়ে যায় চিতাবাঘ। সেদিন রাতেই ওই কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগ বারবার জানানোর পরও বন দপ্তর যথাযথ ব্যবস্থা নেয়নি। তাদের দাবি, বন দপ্তর অবিলম্বে এলাকায় চিতাবাঘ ধরার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করুক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। ইতিমধ্যেই চিতাবাঘ ধরতে খাঁচা পাতা হয়েছে বলে বন দপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
Leopard Attack
চিতাবাঘের আক্রমণে ডুয়ার্সে মৃত আরেক কিশোর

×
Comments :0