Durgapur Rape

ফের রাজ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া

রাজ্য জেলা

এক বছর আগে অগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা রাজ্যের মানুষ পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন। বিচারের দাবিতে। এক বছর অতিক্রান্ত তবুও মেলেনি বিচার। সেই ঘটনার ভয়াবহ স্মৃতি ফের উস্কে দিচ্ছে দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনা। ফের রাজ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া। ওড়িশার বাসিন্দা ওই তরুণী দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শুক্রবার রাত ৯টা নাগাদ তিনি তাঁর এক সহপাঠী বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন। সেই সময় পাঁচ যুবক তাঁর পথ আটাকায়। অভিযোগ সহপাঠী সেই সময় ঘটনাস্থল থেকে চলে যায়। ওই ছাত্রীকে সেখান থেকে নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে পাঁচজন দলবেঁধে ধর্ষণ করে। দলবেঁধে ধর্ষণের পর ছাত্রীর মোবাইলও কেড়ে নেওয়া বলে অভিযোগ। 
পরে তরুণীর সহপাঠী তাঁকে উদ্ধার করে কলেজে নিয়ে যান। ছাত্রীকে ভর্তি করানো হয় ওই হাসপাতালেই।
নির্যাতিতার পরিবার খবর পেয়ে ওই রাতেই দুর্গাপুরে চলে আসেন। হাসপাতালে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করে সম্পূর্ণ ঘটনার বিবরণ শুনে থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় নিউ টাউনশিপ থানার পুলিশ।
যদিও এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে পুলিশ বা কলেজ কর্তৃপক্ষ কিছু জানায়নি। তবে নির্যাতিতার পরিবারের সদস্যদের দাবি, যে ছাত্রের সঙ্গে ওই তরুণী কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন, তাঁর ভূমিকাও অত্যন্ত সন্দেহজনক। তাঁদের দাবি, ঘটনার সময়ে প্রতিরোধ না করে পালিয়ে গিয়েছিলেন। নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, ‘মেয়েকে দুর্গাপুরে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলাম। তাঁর সঙ্গে নির্যাতনের এমন ঘটনা ঘটবে ভাবতেও পারিনি। যা পরিস্থিতি এখানে সুরক্ষিত নয় আমার মেয়ে। ওকে আর এখানে রাখব না।’
ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুরের নিউটাউশিপ থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের চিহ্নিত করতে পারেনি পুলিশ।

Comments :0

Login to leave a comment