Transgenders in Flood Relief

ত্রাণ দিয়ে চোখে জল রূপান্তরকামীদের

জেলা

ময়নাগুড়ি ব্লকের বেতগাড়া এলাকায় ত্রাণ দিচ্ছেন জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। ছবি: কৌশিক দাম

ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি জেলার বন্যাদুর্গতদের পাশে দাঁড়াল 'জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটি'। মানবিকতার এক অনন্য নজির গড়ে বৃহস্পতিবার ও শুক্রবার ময়নাগুড়ি ব্লকের বেতগাড়া এলাকায় দুই দফায় প্রায় ২০০টি বন্যাকবলিত পরিবারের হাতে কম্বল ও শুকনো খাবার তুলে দিলেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
সংস্থার প্রধান বিপাশা হালদারের নির্দেশে বৃহস্পতিবার থেকে এই ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু হয়। প্রথম দিন শতাধিক পরিবারের কাছে সাহায্য পৌঁছানো হয়। শুক্রবারও একই উদ্যম বজায় রেখে আরও ১০০টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেন তাঁরা।
দুর্গতদের হাতে সাহায্য পৌঁছে দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই সংগঠনের সদস্য ‘রূপান্তরকামীরা’। অনেকে চোখের জল ধরে রাখতে পারেননি। 
সোসাইটির সদস্যরা জানান, “জলপাইগুড়ি জেলার প্রতিটি বন্যা কবলিত এলাকায় আমরা পর্যায়ক্রমে পৌঁছে যাব। মানুষের বিপদের সময় পাশে থাকাই আমাদের ধর্ম।”
উল্লেখ্য, এর আগেও এই সংগঠন নানাভাবে সমাজসেবার দৃষ্টান্ত স্থাপন করেছে। এবারও আচমকা বন্যায় বিপর্যস্ত ময়নাগুড়ি ব্লকের মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিকতার নতুন অধ্যায় রচনা করলেন তাঁরা।

Comments :0

Login to leave a comment