সোমবার কিশোরভারতীতে আইএসএলের শেষ ম্যাচ খেলতে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব। পাঞ্জাবের বিরুদ্ধে নামবেন মেহেরাজরা। আইলীগ জিতে আইএসএলে এসেছিলো মহামেডান। প্রথম মরশুমটা শিক্ষণীয় হিসেবেই দেখেছিলেন ক্লাব কর্মকর্তা এবং ম্যানেজমেন্ট। তবে তিন প্রধানের অন্যতম মহামেডানের সমর্থক সংখ্যা বিপুল। তাই সেই সর্মথকদের প্রত্যাশার একটা চাপ তো থাকেই। সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে দল। প্রকাশ্যে চলে এসেছিল দুই বিনিয়োগকারী সংস্থার দ্বন্দ্ব। সঠিক সময়ে বেতন না দেওয়ায় অনুশীলনে নামেননি খেলোয়াড়রা। কর্মকর্তা ও ম্যানেজমেন্টের সম্পূর্ণই অপেশাদারী মনোভাবের কারণেই এই সমস্যা। মোহনবাগান ম্যাচের আগে কোচ আন্দ্রে চেরিশনভ টিম হোটেল ছেড়েছিলেন। তাই সবমিলিয়ে একটি দুঃস্বপ্নের মরশুম কাটিয়েছে সাদা কালো সমর্থকরা। শেষ ম্যাচে তাই জিতে কোনোমতে মরশুম শেষ করতে চাইছেন ফুটবলাররা । অন্যদিকে গত মরশুমে সুপার সিক্সে খেললেও এই মরশুমে সেখানে জায়গা হয়নি পাঞ্জাবের। তাই তারাও নিজেদের শেষ ম্যাচ জিতে ভালোভাবে এই মরশুমটা শেষ করতে চাইছেন।
indian super league
আইএসএলে শেষ ম্যাচ মহামেডানের

×
Comments :0