Accident

সল্টলেকে ডেলিভারি বয়ের মৃত্যুর ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার শূন্য

কলকাতা

ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিলেন সৌমেন মণ্ডল। বাইকে ছিলেন তিনি। রাস্তার ধারে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময় একটি কালো রঙের চার চাকা গাড়ি এসে তার বাইকে ঢাক্কা মারে। মারার পর তাকে টেনে নিয়ে যায় রাস্তার ধারে রেলিংয়ের দিকে। বিস্ফোরণে ঝলসে গিয়ে মৃত্যু হয় যুবকের। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে সল্টলেক এলাকায়। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ছেলে কলকাতায় ডেলিভারি বয়ের কাজ করতেন।
এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। পুলিশ সূত্রে খবর, দু’টি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। অনিচ্ছাকৃত খুন এবং পুলিশের কাজে বাধা দেওয়া, ইটবৃষ্টি, হামলার ঘটনা— এই দুই মর্মে অভিযোগ দায়ের হয়েছে। তবে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরেও কেন এখনও কাউকে গ্রেপ্তার করা গেল না, তা নিয়ে প্রশ্ন তুলছে মৃত ডেলিভারি বয়ের পরিবার। 
গতকাল রাতেই দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশের বিরুদ্ধে নিষ্কৃয়তার অভিযোগ তুলে সরব হয় স্থানীয়রা। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। পুলিশকে লক্ষ করে পাথর ছোঁড়েন স্থানীয়রা। পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ।
পরিবারের অভিযোগ তাদের আড়ালে রেখে গোটা বিষয়ের তদন্ত করা হচ্ছে।

Comments :0

Login to leave a comment