INDIA UNITED NATION

সিন্ধু জলচুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান, রাষ্ট্রসঙ্ঘে বললো ভারত

জাতীয় আন্তর্জাতিক

রাষ্ট্রসঙ্ঘে সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের মিথ্যা প্রচারের কড়া জবাব দিল ভারত। শনিবার ভারতের পক্ষ থেকে পার্ভাথানেনি হরিস বলেন, যতদিন না পর্যন্ত পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করবে ততদিন পর্যন্ত এই জল চুক্তি বন্ধ থাকবে। 

২২ এপ্রিল পহেলগাম ঘটনার পর পাকিস্তানকে কুটনৈতিক ভাবে চাপে ফেলতে সিন্ধু জলচুক্তি বাতিল করে ভারত। হরিস বলেন, ‘৬৫ বছর আগে ভারত একটি বিশ্বাস নিয়ে পাকিস্তানের সাথে সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত করে। চুক্তির যেই ভাবধারা তা বার বার ভঙ্গ করেছে পাকিস্তান। তিনবার ভারতের সাথে যুদ্ধ করে এবং একাধিক বার ভারতে সন্ত্রাসবাদী হামলার মদত দিয়ে এই ভাবধারাকে তারা আঘত করেছেন।’

রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি জানায় সন্ত্রাসবাদী হামলায় শেষ চার দশকে প্রায় ২০ হাজার ভারতীয় নিহত হয়েছেন। তিনি আরও বলেন, সীমান্তপার এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিয়েছে পাকিস্তান। ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক উন্নতি এবং দেশের মানুষের জনজীবনকে বার বার ব্যহত করতে চেয়েছে তারা। 

ভারতের দাবি গত ৬৫ বছরে প্রযুক্তি, বিঞ্জান, পরিবেশ সহ একাধিক ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন দেখা গিয়েছে। হরিস বলেন, জলচুক্তি প্রায় ছয় দশকের বেশি বলে ভারতের পক্ষ থেকে বার বার একাধিক প্রযুক্তিগত পরিবর্তনের কথা বললেও তাতে বাধা দিয়েছে পাকিস্তান।

উল্লেখ্য প্রধানমন্ত্রী পগেলগাম হামলার পর বার বার দাবি করে এসেছে যে পাকিস্তানের সাথে কোন বিষয় কোন কথা হয় না। নরেন্দ্র মোদী বলেন, পাকিস্তানের সাথে কথা হলে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে।

এই প্রেক্ষাপট রয়েছে বলেই ভারতকে চুড়ান্ত ভাবে ঘোষনা করতে হয়েছে চুক্তি প্রয়োগ আপাতত স্থগিত রাখা হচ্ছে। কেন না পাকিস্তান বিশ্বের সন্ত্রাসবাদের উৎস কেন্দ্র।যতক্ষন না পাকিস্তান সীমান্তপার সন্ত্রাসবাদের মদত দেওয়া বন্ধ করবে আমরা চুক্তি স্থগিত রাখবো।

স্পষ্টতই তার অভিযোগ সিন্ধু জলচুক্তি লাগাতার লঙ্ঘন করেছে পাকিস্তানই।   

Comments :0

Login to leave a comment