নির্বাচন চলাকালিন সরকারি কর্মীকে হেনস্তার অভিযোগ অবশেষে গ্রেপ্তার হলেন রাজস্থানের নির্দল প্রার্থী নরেশ মেনা। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার উপ-নির্বাচন চলাকালিন রাজস্থানের দেওলি-উনিয়ারা কেন্দ্রের নির্দল প্রার্থী নরেশ মেনার ভোট কেন্দ্রের সামনে অমিত চৌধুরি নামে একজন আধিকারিককে মারধর করতে থাকেন। বেশ কিছুক্ষন এই ঘটনা ঘটার পর পুলিশ এসে ওই প্রার্থীকে সড়িয়ে নিয়ে যায়। তার অভিযোগ ওই আধিকারিক ভোটে কারচুপি করছিলেন। সমাজমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর পদক্ষেপ নেয় প্রশাসন। গ্রেপ্তার হতে পারেন এমন আশঙ্কা থেকে মেনা জানিয়ে দেন যে তিনি কোন ভাবে ধরা দেবেন না। তার সাথে নিজের অনুগামীদের নির্দেশ দেন পথ অবরোধ করে পুলিশকে আটকানোর জন্য। তবে এতো চেষ্টা করেও গ্রেপ্তারি আটকাতে পারেনি মেনা।
সম্প্রতি দল বিরোধী কাজের জন্য কংগ্রেস থেকে নরেশ মেনাকে বহিষ্কার করা হয়েছে। ভারত আদিবাসী পার্টির সমর্থন নিয়ে ওই কেন্দ্র থেকে নির্দল হিসাবে প্রতিদ্বন্দিতা করছেন মেনা।
এই কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হন হরিশ চন্দ্র মেনা। গত লোকসভা নির্বাচনে তিনি সাংসদ নির্বাচিত হওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেন যার ফলে ওই কেন্দ্র উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
Rajasthan
নরেশ মেনাকে গ্রেপ্তার করলো পুলিশ
×
Comments :0