পাটনার গান্ধী ময়দানের অনশন মঞ্চ থেকে প্রশান্ত কিশোরকে গ্রেপ্তার করলো পুলিশ। সোমবার ভোরের দিকে জোড় করে তাকে অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে হাসপাতালে যায় পুলিশ। প্রশান্ত কিশোরের দলের অনুগামীদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে পুলিশ প্রশান্ত কিশোরকে আটক করতে গেলে দলীয় কর্মীরা বাধা দেয়।
পাটনায় গত ১৩ ডিসেম্বর যেই বিপিএসসি পরীক্ষা হয়েছে তা বাতিলের দাবিতে সরব হয়েছেন পড়ুয়ারা। প্রশ্ন ফাঁসের দাবিকে সামনে রেখে তারা পরীক্ষা বাতিলের দাবি তুলেছে। রবিবার তাদের প্রতিবাদের ওপর লাঠি চার্জ করা হয়। জল কামানও চালায় পুলিশ। বিহারে চাকরি প্রার্থীদের ওপর এই হামলার তীব্র নিন্দা করেছেন বিরোধীরা।
ওই ঘটনার প্রতিবাদে গান্ধী ময়দানে আমরন অনশনে বসেন প্রশান্ত কিশোর। এদিন প্রশান্ত কিশোরকে প্রথমে আটক করে এআইআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তার শারিরীক অবস্থা স্থিতিশীল। পুলিশের কথায় প্রশান্ত কিশোরের এই অবস্থান বেআইনি। গান্ধী ময়দান সংরক্ষিত এলাকা সেখানে কোন ভাবে অবস্থান বিক্ষোভ করা যায় না বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
Prashant Kishore
ভোরে আটক প্রশান্ত কিশোর
×
Comments :0