TMC SUSHANTA

বাড়লো সুশান্তর নিরাপত্তা

কলকাতা

শুক্রবারের রাতের ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হলো কলকাতা পৌরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের। আগে সুশান্তর সাথে থাকতেন দুজন নিরাপত্তারক্ষী। এবার থেকে থাকবে আরও দুজন। মোট চারজন। 
গতকাল কলকাতা পৌরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১২ নম্বর বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষ কে লক্ষ্য করে গুলি চালানো হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান সুশান্ত। সিসিটিভি ফুটেজ অনুযায়ী দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়।
সূত্রের খবর গতকালের ঘটনায় একজনে গ্রেপ্তার করেছে পুলিশ। যাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিহারের বাসিন্দা। পুলিশকে তিনি জানিয়েছেন যে ১০ টাকার বিনিময় সে এই কাজ করতে রাজি হয়। এই ঘটনায় মূল অভিযুক্তকে তা এখনও জানা যায়নি। 
এদিন সুশান্ত জানিয়েছেন যে গতকালের ঘটনার পর তার সাথে দলীয় নেতৃত্বের কথা হয়েছে। পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। 
সুশান্তর অনুগামীদের দাবি কসবার বিধায়ক জাভেদ খানের মদতপুষ্ঠ দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। এর আগে একাধিকবার সুশান্ত এবং জাভেদ খানের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে রাজডাঙ্গা, কসবা অঞ্চল। এদিন সন্ধ্যার ঘটনা এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। মূলত জমি বিবাদ এবং সিন্ডিকেট কে কেন্দ্র করে সুশান্ত ও জাভেদের ঝামেলা। সম্প্রতি এর মধ্যে নতুন যোগ হয়েছে ১০৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর লিপিকা মান্না। জাভেদ খানের অনুগামি লিপিকার গোষ্ঠীর সাথে একাধিকবার বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সুশান্ত ঘোষের গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে। সম্প্রতি কালী পুজোকে কেন্দ্র করে হালতু বাজার সংলগ্ন এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাধে।

Comments :0

Login to leave a comment