দীর্ঘদিন ধরে রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছিল ছাগল, হাঁস ও মুরগি। গ্রামবাসীর ধারণা ছিল চোরের দল সক্রিয়। কিন্তু শনিবার সকালে যখন সবজি ক্ষেতে জালে ধরা পড়ল এক বিশাল অজগর, তখন জানা গেল আসল ‘চোরের’ পরিচয়। মোরাঘাট বনাঞ্চলের সোনাখালী বিটের অন্তর্গত নিরঞ্জনপাট এলাকায় এই ঘটনায় ছড়াল চাঞ্চল্য। জানা গেছে, গত কয়েকদিন ধরেই নিরঞ্জনপাট এলাকায় গৃহপালিত পশু-পাখি উধাও হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ ছিল, খাবারের সন্ধানে রাতের অন্ধকার কিংবা ভোরের দিকে অজগরটি লোকালয়ে ঢুকে পড়ত। নিঃশব্দে ছাগল, হাঁস-মুরগি ধরে জঙ্গলে চলে যাওয়ায় এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়েছিল। শনিবার সকালে গ্রামবাসীরা সবজি ক্ষেতে জাল পেতে রাখেন। সেই ফাঁদেই ধরা পড়ে সুবিশাল সরীসৃপটি। খবর ছড়িয়ে পড়তেই অজগর দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে যায় চারপাশে। এরপরই বনদপ্তরে খবর দেওয়া হয়। বনকর্মীরা এসে অজগরটিকে উদ্ধার করেন। বনদপ্তরের প্রাথমিক অনুমান, খাবারের অভাবেই সরীসৃপটি লোকালয়ে প্রবেশ করছিল। বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, অজগরটির স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে নিরাপদে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। গ্রামবাসীদের কথায়, ‘‘রাত নামলেই ভয়ে ঘর থেকে বেরোতে পারতাম না। আজ সেই আতঙ্ক থেকে মুক্তি মিলল।’’
Python
খাবারের অভাবে সবজি ক্ষেতে অজগর, ধরা পড়ল জালে

×
Comments :0