Rahul Gandhi

‘ঘুম থেকে ওঠো, ভোটারদের নাম তালিকা থেকে বাদ দাও’, কমিশনকে খোঁচা রাহুলের

জাতীয়

‘ঘুম থেকে ওঠো, ভোটারদের নাম তালিকা থেকে বাদ দাও, ফের ঘুমিয়ে পড়ো।’ তালিকা থেকে ভোটাদের নাম বাদ যাওয়া এবং ভোট চুরি নিয়ে ফের নির্বাচন কমিশনকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।  
এক্সহ্যান্ডেলে রাহুল লিখেছেন, ‘ভোর ৪টের সময় ঘুম থেকে উঠুন, ৩৬ সেকেন্ডের মধ্যে ২ জন ভোটারের নাম বাদ দিন, তারপর আবার ঘুমাতে যান - এভাবেই ভোট চুরির ঘটনা ঘটে। নির্বাচনের প্রহরী জেগে রইলেন, চুরির দিকে নজর রাখলেন এবং চোরদের রক্ষা করলেন।’

রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে কর্ণাটক এবং মহারাষ্ট্রে কেন্দ্রীভূত সফ্টওয়্যার ব্যবহারের মাধ্যমে তালিকা থেকে বিরোধী ভোটারদের নাম অবৈধ ভাবে বাদ দেওয়া হচ্ছে এবং বিজেপি সমর্থকদের নাম যুক্ত করা হচ্ছে। নির্বাচন কমিশন এই অভিযোগ গুলিকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

কর্ণাটকের ঘটনা তুলে লোকসভার বিরোধী দলনেতা দাবি করেছেন যে ২০২৩ সালের নির্বাচনের আগে আলান্দ নির্বাচনী এলাকায় ভোটার তালিকা থেকে ৬,০০০ এরও বেশি নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

রাহুল গতকাল দাবি করেন, ৩৬ সেকেন্ডের মধ্যে ভোটারদের নাম মুছে ফেলার জন্য দুটি আবেদন জমা দিয়েছেন।

তিনি বলেন, ‘৩৬ সেকেন্ডের মধ্যে দুটি আবেদন জমা দেওয়া হয়েছে। দয়া করে এই ফর্মগুলি পূরণ করার চেষ্টা করুন এবং দেখুন আপনার কত সময় লাগে। এটি ম্যানুয়ালি অসম্ভব।’ 
কংগ্রেস সাংসদ বলেন, যেই ব্যাক্তি এই নাম বাদ দেওয়ার আবেদন গুলো জমা দিয়েছে সে ভোর ৪.০৭ মিনিটে উঠে হঠাৎ করে দুটি ফর্ম পূরণ করেন।

কংগ্রেস ভোটার জালিয়াতির বিরুদ্ধে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে। শুক্রবার দলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করেছে যেখানে সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে এই উদ্যোগকে সমর্থন করতে দেখা যাচ্ছে।

তবে, নির্বাচন কমিশন গান্ধীর দাবি উড়িয়ে দাবি করেছে যে অনলাইনে কোনও ভোটারের নাম মুছে ফেলা যায় না। কমিশন বলেছে যার নাম বাদ দেওয়া হচ্ছে বা হবে তাকে সুযোগ দেওয়া হয় যাতে তার নাম বাদ না যায়। উল্লেখ্য বিহারে এসআইআরের নাম করে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তাদের কোন সুযোগ দেওয়া হয়নি নাম বাদ দেওয়ার আগে। যাদের নাম বাদ দেওয়া হয়েছে তারা মূলত গরীব প্রান্তিক অংশের মানুষজন।

Comments :0

Login to leave a comment