৮ সেপ্টেম্বর পর্যন্ত বিজেপি নেতা রাকেশ সিংকে পুলিশ হেপাজত দিল শিয়ালদহ আদালত। প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলার ঘটনায় গতকাল রাত দুটোর সময় টেংরা একটি বহু দল থেকে গ্রেপ্তার হয় রাকেশ সিং।
গত সপ্তাহে মৌলালিতে প্রদেশ কংগ্রেসের রাজ্য সদর দপ্তরে রাকেশ সিং এবং তার অনুগামীরা হামলা চালায়। লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবিতে কালো কালি লাগিয়ে দেয় তারা। এছাড়া কংগ্রেস অফিসে থাকা বিভিন্ন পোস্টার এবং ব্যানার ছিঁড়ে দিতে দেখা যায় বিজেপির নেতা কর্মীদের। হাতে বিজেপির পতাকা নিয়ে চলে তাণ্ডব। কংগ্রেস অফিসের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা।
এই গোটা ঘটনায় রাকেশ সিং সহ একাধিকের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ করেছিল কলকাতা পুলিশ। এর আগে এই ঘটনায় রাকেশ সিংয়ের ছেলেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার রাকেশ সিংকে তারা গ্রেপ্তার করলো। তবে প্রশ্ন উঠছে ভিন রাজ্য নয় কলকাতা থেকেই গ্রেপ্তার হলেন রাখিস সিং, তাহলে তাকে খুঁজতে এত সময় কেন লাগলো পুলিশের।
BJP Rakesh Singh
সোমবার পর্যন্ত রাকেশ সিংয়ের পুলিশ হেপাজত

×
Comments :0