ranji trophy

রঞ্জি ফাইনালের দুরন্ত ম্যাচ কেরালা ও বিদর্ভর

খেলা

ranji trophy final kerala vs vidarva

বৃহস্পতিবার রঞ্জি ট্রফির ফাইনালে ৩৭৯ রানে  বিদর্ভ শেষ করেছিল তাদের ইনিংস। শুক্রবার ৩৪২ রান করে আপাতত ৩৭রানে নিজেদের অগ্রগমন ধরে রেখেছে কেরালা। অধিনায়ক শচীন বেবি কইছেন সর্বাধিক ৯৮ রান । এছাড়াও আদিত্য করেছেন ৭৯রান । এক্ষেত্রে এই দুই দলের ম্যাচ যদি অমীমাংসিতভাবে শেষ হয় তাহলে চ্যাম্পিয়ন নির্ধারণের ক্ষেত্রে রয়েছে অনেক অংক। যে দল গ্রূপ লিগে সর্বাধিক পয়েন্টে ছিল সেই দলকে বিজয়ী ঘোষণা করা হতে পারে। যদি পয়েন্ট একই হয় সেক্ষেত্রে দুই দলের মধ্যে যার বোনাস পয়েন্ট বেশি তাকে বিজয়ী ঘোষণা করা হতে পারে। যদি এই ব্যাপারটিও এক হয় তাহলে বাইরে কোন দল বেশি ম্যাচ জিতেছে তার উপর বিজয়ী নিৰ্ধারণ হবে। এছাড়াও আরো বেশ কয়েকটি অংক না মিললে সেক্ষেত্রে টসের দ্বারা নির্ধারিত হতে পারে রঞ্জির বিজয়ী দলের । ২০১৮ এবং ১৯ এরপর বিদর্ভ নিজেদের তৃতীয় শিরোপার সন্ধানে রয়েছে। অন্যদিকে নিজেদের প্রথম শিরোপার স্বপ্নে বিভোর হয়ে রয়েছে কেরালা।

Comments :0

Login to leave a comment