LEGENDS FACEOFF

লেজেন্ডদের এল ক্লাসিকো মুম্বইয়ে

খেলা

real madrid legends vs barcelona legends DY Patel Stadium in Mumbai

আগামী ৬এপ্রিল মুম্বইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে হতে চলেছে এল ক্লাসিকো । প্রথমবার ভারতের মাটিতে হতে চলেছে এই ম্যাচ। বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলারদেরকে নিয়ে হবে একটি প্রীতি ম্যাচ। যার নাম ' লেজেন্ডস ফেসঅফ '।  এই ম্যাচে খেলবেন লুইস ফিগো , মোরিয়েন্তেস , রিভাল্ডোরা । বিশ্ববরেণ্য  এই ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচ নিয়ে ইতিমধ্যেই পারদ চড়তে আরম্ভ করেছে গোটা ভারতেই। ফিগোরা ছাড়াও অন্যান্য কোন কিংবদন্তিরা এই ম্যাচে খেলবেন তা ধীরে ধীরে প্রকাশিত হবে । 

Comments :0

Login to leave a comment