দেড় মাসের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি জেলার লাটাগুড়ির ক্রান্তি মোড়ে। শিশুর পরিজনরা রাস্তা অবরোধ করেন।
শিশুর মা কবিতা রায়ের অভিযোগ, বুধবার ক্রান্তি মোড় এলাকার স্বাস্থ্যকেন্দ্রে তাঁর সন্তানকে টিকা দেওয়া হয়। সে সময় শিশু পুরোপুরি সুস্থ ছিল। এরপর রাতে শিশুর জ্বর আসে। জ্বরের ওষুধ খাওয়ান তিনি। কিছুক্ষণ পর শিশু জোরে হাঁচি দেয়। সে সময় তার নাক মুখ দিয়ে কফ ও রক্ত বেরিয়ে আসে। এর পরই শিশু ঝিমিয়ে পড়ে। শিশুর মা জানিয়েছেন, দ্রুত গাড়ি ভাড়া করে তিনি শিশুটিকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরিবারের সদস্যদের জানিয়ে দেন শিশুটির মৃত্যু হয়েছে।
পরিবারের অভিযোগ, টিকা দেওয়াতেই কোনও গণ্ডগোল হয়েছে। ঘটনার প্রতিবাদে লাটাগুড়ির ক্রান্তি মোড় এলাকায় বৃহস্পতিবার অবরোধ শুরু করেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ মেয়াদ উত্তীর্ণ টিকা দেওয়ার কারণে শিশুর মৃত্যু ঘটেছে।
এই বিষয়ে মাল ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপঙ্কর কর বলেন, ‘‘সঠিকভাবেই টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মীদের কোনও দোষ নেই। শিশুটির প্রি ম্যাচিউর জন্ম হয়েছিল। পরিবার চাইলে থানায় অভিযোগ জানাতে পারেন। ময়নাতদন্ত করলে সব সামনে আসবে।’’
Road Blockade Protest
টিকা দেওয়ার পর মৃত্যু শিশুর, অবরোধ লাটাগুড়িতে

×
Comments :0