Royal Bengal Tiger

সুন্দরবনে বাঘের দেখা, খুশি পর্যটকরা

রাজ্য জেলা

ছবি , ভিডিও প্রবীর দাস।

প্রবীর দাস

আবারও দেখা গেলো রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনের নদীতে সাঁতার কাটছে বাঘ, মুহূর্তে ক্যামেরায় বন্দি, খুশি পর্যটকরা। বুধবার বড়দিনে সুন্দরবনের কুড়েখালী নদীতে সাঁতার কাটছিল বাঘ। যা দেখে খুশিতে আত্মহারা পর্যটকরা। ২৫ ডিসেম্বর বড়দিন মানেই ঘোরাঘুরি ও চড়ুইভাতির আমেজ। পর্যটকরা এদিন প্রাকৃতিক সোন্দর্য উপভোগ করেতে সুন্দরবন পাড়ি দিয়েছিলেন। শীতের আমেজকে ও বড়দিনকে উপভোগ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক ভিড় জমিয়েছে সেখানে। মনোরম বন্য পরিবেশ এবং বাঘ দেখার আশায় সুন্দরবনে আসেন পর্যটকরা। সব পর্যটকদের দক্ষিণরায়ের দর্শন পায় না এমনটা অভিযোগ তো আছে বহু পর্যটকের। তবে এদিন বাঘের দেখা মেলায় মুহূর্তে ক্যামেরায় বন্দি করে খুশি পর্যটকরা। 


কথায় বলে 'বাঘের দেখা আর সাপের লেখা'। সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের  বাসিন্দা নিমাই মণ্ডল শুরু করলেন উপরোক্ত লাইনটি দিয়ে। বললেন, ‘‘সুন্দরবনের কোলেই থাকি‌। কিন্তু সচারাচর বাঘের দেখা পাই না। প্রায়শই বনে যাই মাছ কাঁকড়া ধরতে। কখনও বা মধু ভাঙতে। কিন্তু বাঘের দেখা পাই নি। আজ ২৫ ডিসেম্বর। এই বড়দিনে কুড়েখালি নদী সাঁতরে এক জঙ্গল থেকে অন্য এক জঙ্গল বাঘের এই যাওয়া সত্যি খুবই আনন্দের।’’ পর্যটকরা যারা দেখলেন তাদের সুন্দরবনে বেড়াতে আসা সার্থক হয়েছে। তবে বাঘের সংখ্যা বাড়ছে তা বাঘের আনাগোনা বলে দিচ্ছে।

Comments :0

Login to leave a comment