Salim North Bengal Flood

পাহাড় কাঁদছে, উত্তর ভাসছে আর মমতা হাসছে : সেলিম

রাজ্য

উত্তরবঙ্গের বন্যা নিয়ে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এক্সহ্যান্ডেলে সেলিম লিখেছেন, ‘যখন উত্তরবঙ্গে বন্যা ও ধ্বসের কারণে মৃত্যু মিছিল চলছে তখন কলকাতা শহরে উৎসবের কার্নিভাল। পাহাড় কাঁদছে, উত্তর ভাসছে আর মমতা হাসছে।’ 
উল্লেখ্য গোটা উত্তরবঙ্গ যখন বিপর্যস্ত তখন সেখানে না গিয়ে রাজ্য সরকারের আয়োজন করা পুজো কার্নিভাল নিয়ে মেতে আছেন মুখ্যমন্ত্রী। সামাজিকমাধ্যমে বন্যা নিয়ে কয়েকটা কথা পোস্ট করে নিজের কাজ সেড়ে রেখেছেন তিনি। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে আজ না গিয়ে আগামীকাল অর্থাৎ সোমবার যাওয়ার কথা জানিয়েছেন তিনি। কেন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভা একাধিক সদস্য পরিস্থিতি মোকাবিলার জন্য আজই গেলেন না তা নিয়ে উঠেছে প্রশ্ন। উল্লেখ্য এই কার্নিভালে রাজ্যের একাধিক মন্ত্রীর পুজো অংশ নিয়েছে। রয়েছে চেতলা, শ্রীভূমির মতো রাজ্যের মন্ত্রীদের পরিচালিত পুজো। রাজ্যের বড় অংশের মানুষ যখন নিজেদের ঘর বাড়ি হারিয়ে অসহায়। ১০ জনের মৃত্যুর খবর যখন পাওয়া যাচ্ছে তখন রেড রোডে তারকাদের সাথে ঢাকের তালে নাচতে ব্যাস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সেলিম জানিয়েছেন সিপিআই(এম) কর্মীরা এবং রেড ভলেন্টিয়াররা নিজেদের ক্ষমতা অনুযায়ী বন্যা কবলিত মানুষদের পাশা থাকার চেষ্টা চালাচ্ছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক।

Comments :0

Login to leave a comment