Sayani Ghosh

ইডি দপ্তরে হাজিরা সায়নীর

রাজ্য

সকাল ১১:৩০ টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ইডির পক্ষ থেকে। ঘড়ির কাঁটায় তখন ১১:২১, সজিও কমপ্লেক্সে ঢুকলেন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। গাড়ি থেকে নেমে দাবি করলেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।


নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে তলব করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার দাবি কুন্তলের একাধিক সম্পত্তি কেনা বিক্রি করা সংক্রান্ত নথিতে সায়নীর নাম পাওয়া গিয়েছে। তবে এর আগেও এই নিয়োগ দুর্নীতিতে নাম ওঠে সায়নীর। সেই সময় তাকে তলব করা হয়নি। কুন্তল গ্রেপ্তার হওয়ার আগে সায়নী এবং তাকে একাধিক বার এক সঙ্গে বিভিন্ন দলঈব অনুষ্ঠানে দেখা গিয়েছে।


ইডি সূত্রে খবর সায়নীকে তারা নিয়োগ দুর্নীতি সম্পর্ক বিভিন্ন বিষয় প্রশ্ন করতে পারে। কুন্তলের সম্পত্তি কেনা বেচা নিয়েো প্রশ্ন করা হতে পারে যুব তৃণমূল নেত্রীকে। বেলা ১২টা থেকে জেরা শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment