SFI - DYFI - AIDWA

সোদপুরে অবস্থান বিক্ষোভ ছাত্র যুব মহিলাদের

রাজ্য জেলা

ছবি - অভিজিত বসু।

আর জি কর হাসপাতালে রাত্রে কর্তব্যরত স্নাতকোত্তর ছাত্রী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে পৈশাচিকভাবে খুনের ঘটনার অপরাধীদের আড়াল করার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে, যুক্ত ভাবে এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিওয়াইএ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির নেতৃত্বে সোদপুর এইচবি টাউন মোড়ে রাতভোর অবস্থান শুরু হয় সোমবার। নেতৃবৃন্দ নিয়েছেন তিন দিন ধরে অবস্থান হবে। অবস্থানে শামিল হওয়ার জন্য সোদপুর ট্রাফিক মোড় থেকে জেলার ছাত্র যুব মহিলাদের এক বিরাট মিছিল শুরু হয় এদিন বিকাল ৫ টার পর।
ছাত্র সমাজ নাম দিয়ে মঙ্গলবার নবান্ন অভিযানের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, মিছিলের শুরুতে  দিপ্সীতা ধর জানান,‘‘ কারা এই অভিযানের দায়িত্ব নিয়েছেন সেটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না।  আহ্বায়কদের মধ্যে একজন প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা আছেন বলে দেখা যাচ্ছে। ধর্ষণ করে  খুনের ঘটনাটি আড়াল করার ক্ষেত্রে অভিযুক্ত শাসক দলের ছাত্র সংগঠনের কোন প্রাক্তন নেতা আহবায়ক থাকলে এই অভিযানের আসল উদ্দেশ্য সম্পর্কে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়। অথচ, বিজেপি এবং আরএসএস নেতারা প্রকাশ্যেই এই অভিযানকে যে ভাবে সমর্থন করছেন তাতে এই কথা স্পষ্ট হয়ে উঠেছে যে জনসমাজের আন্দোলনকে ক্ষুদ্র স্বার্থে ব্যবহার করা হচ্ছে।’’
সোদপুর স্টেশন রোড হয়ে উড়ালপুল অতিক্রম করে সোদপুর-মধ্যমগ্রাম রোড ধরে এইচবি টাউন মোড়ের গণ অবস্থান কর্মসূচি মঞ্চে পৌঁছায় মিছিলটি। ছিলেন কনীনিকা ঘোষ, ময়ূখ বিশ্বাস, আত্রেয়ী গুহ, সোমা দাশ,  দীপ্তিতা ধর, সপ্তর্ষি দেব, শফিকুল সরদার, আকাশ কর, দীপ্তজিৎ দাস, রুনু ব্যানার্জি, যশোধরা বাগচী সহ গণসংগঠনগুলির রাজ্য ও জেলার নেতৃবৃন্দ। 
 

Comments :0

Login to leave a comment