Sandakphu Snowfall

সান্দাকফুতে তুষারপাত, মেতে উঠলেন পর্যটকরা

রাজ্য

সিকিমের নাথুলা থেকে দার্জিলিঙের সান্দাকফু। উত্তরের পাহাড় জুড়ে তুষারপাতের আবহ। পৌষের শেষে শৈত্যপ্রবাহে কাঁপছে দার্জিলিঙ পাহাড়। তুষারপাতের প্রভাবে দার্জিলিঙ পাহাড় লাগোয়া সমতলের শিলিগুড়ি সহ উত্তরের জেলাগুলিতে প্রবল শৈত্যপ্রবাহ চলছে। আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আগামীদিনে আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদদের পূর্বাভাস মিলেছে। 

(দেখুন ভিডিও)
নতুন বছরের প্রথম তুষারপাত সান্দাকফুতে। দার্জিলিঙের সান্দাকফুতে ব্যাপক তুষারপাতে মেতে উঠলেন পর্যটকরা। মঙ্গলবার রাত থেকেই তুষারপাত ঘটার সম্ভাবনা ছিল। রাত যত বাড়ছিলো ততই তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামতে থাকে। এরপরেই বছরের প্রথম তুষারপাত ঘটে সান্দাকফুতে। 
মঙ্গলবার রাত থেকে সান্দাকফুর বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল তুষারপাত হয়েছে। রাস্তাঘাট কয়েক ইঞ্চি পুরু বরফের নিচে চলে গেছে। তুলোর মতো সাদা তুষার নেমে আসছে আকাশ থেকে। মনমুগ্ধ করা দৃশ্য। গোটা এলাকা তুষারাবৃত হয়ে সাদা রঙের চাদরে মুড়ে যায়। পুরু বরফে ঢাকা পড়ে সান্দাকফুর বিস্তীর্ণ এলাকা। 
বুধবার সান্দাকফু থেকে ফালুট যাওয়ার রাস্তা বরফে ঢাকা ছিল। চারিদিকে গাছগাছালি সহ চারিদিকে যত দূর চোখ যায় সমস্ত কিছুই বরাফাবৃত। 
সান্দাকফুর নিচে টুমলিঙ, ফালুট, কালিপোখরি, টংলু, মানেভঞ্জন সহ বিস্তীর্ণ এলাকাগুলিতে বুধবার ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের তুষারপাতের খবর মিলেছে। 
সান্দাকফুর পাশাপাশি উত্তর ও পূর্ব সিকিমেও তুষারপাত শুরু হয়েছে। উত্তর সিকিমের লাচেন, পূর্ব সিকিমের ছাঙ্গুতে তুষারপাত ঘটছে। ছাঙ্গু লেক বরফে ঢেকে গিয়েছে। প্রবল তুষারপাতে সিকিমের নাথু লা, বাবা মন্দির, ছাঙ্গু, ১৫মাইল সহ বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যের পর থেকে ভারি থেকে অতিভারি তুষারপাত ঘটেছে উত্তর সিকিমের নাথুলা সহ ছাঙ্গু, লাচেন, লাচুং এলাকায়। এতটাই তুষারপাত হয়েছে যে বুধবারও গোটা এলাকার রাস্তাঘাট কয়েক ইঞ্চি পুরু বরফের তলায় ছিলো। 
সিকিম ও দার্জিলিঙ পাহাড়ের তুষারপাতের প্রভাব পড়েছে দার্জিলিঙ পাহাড় লাগোয়া সমতলের শিলিগুড়িতে। শীতের আবহ ফিরে এসেছে শহরে। শিলিগুড়ি ও সংলগ্ন অঞ্চলে এদিন ভোর থেকেই আকাশ মেঘলা ছিল। গ্রামাঞ্চলেও ছিল কনকনে ঠান্ডা। সূর্যের দেখা মেলেনি। সারাদিন উত্তরের ঠাণ্ডা হাওয়া বইতে থাকে। 
শিলিগুড়ি সহ দার্জিলিঙ পাহাড়ে এই সময়ে বহু পর্যটকদের সমাগম হয়েছে। পাহাড়ে তুষারপাতের আনন্দ চুটিয়ে উপভোগ করছেন তাঁরা। তুষারপাতকে সামনে রেখে নতুন করে পর্যটকদের ভিড় হচ্ছে। শীত উপভোগ করতে কালিম্পঙের ডেলো সহ পাহাড়ি অফবিট এলাকাগুলোতেও ভিড় জমাচ্ছেন বহু পর্যটক।

Comments :0

Login to leave a comment