রাজ্যের শিক্ষক নিয়োগের প্রতিটি স্তরের পরীক্ষায় বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে তদন্তে কেন্দ্রীয় সংস্থাগুলির দীর্ঘসময়ের নেওয়ার কারণেও। চাকরিপ্রার্থীরা দ্রুত তদন্ত শেষ করে যোগ্যদের নিয়োগের দাবিতে সরব। যোগ্যদের দ্রুত নিয়োগের দাবিতে সরব হয়েছে শিক্ষক সংগঠন এবিটিএ-ও। কিন্তু মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ বিভিন্ন পক্ষ।
সম্প্রতি আরজিকর হাসপাতালে চিকিৎসক হত্যা বা সরকারি কর্মচারীদের ডি এর মামলাও বারবার পিছিয়েছে সুপ্রিম কোর্টে। উল্লেখ্য ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ জড়িত এই মামলায়।
Comments :0