RBU

পুলিশকে ঘিরে বিক্ষোভ রবীন্দ্র ভারতীর পড়ুয়া ও প্রাক্তনীদের

রাজ্য কলকাতা

আর জি কর কাণ্ডের পর ফের শিরোনামে সিভিক ভলেন্টিয়ার। এবার মদ্যপ অবস্থায় বাইক নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং প্রাক্তনীদের মিছিলে ঢুকে পড়লেন একজন সিভিক ভলেন্টিয়ার। গঙ্গাসাগর গোন্ড। কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার।
ঘটনাটি ঘটেছে শুক্রবার। আর জি কর কাণ্ডের প্রতিবাদে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মিছিলে আরেকজন মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে ঢুকে পড়েন তিনি। বাঁধে গন্ডগোল। অভিযোগ পড়ুয়াদের দিকে তেড়ে যান তিনি। এই ঘটনার খবর পেয়ে সিঁথি মোড়ে আসে সিঁথি থানার আধিকারিকরা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। সারা রাত ধরে চলে বিক্ষোভ। অবরুদ্ধ থাকে সিঁথি মোড়।
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কাজ থেকে বরখাস্তও করা হয়েছে বলে দাবি পুলিশের।
আর জি কর কাণ্ডে গ্রেপ্তার সঞ্জয় রায়ও কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। তৃণমূল সরকারের সিভিক ভলেন্টিয়ার নিয়ে প্রথম থেকে সমালোচনা রয়েছে। রাজনৈতিক মহলের দাবি সিভিকভলেন্টিয়ারের নাম করে দলীয় কর্মীদের পুলিশের অভ্যন্তরে নিয়োগ করছে তৃণমূল।

Comments :0

Login to leave a comment