মধ্যপ্রদেশের কানহা টাইগার রিজার্ভে একই দিনে মৃত হয়েছে তিনটি বাঘের। মৃত বাঘ গুলোর মধ্যে একটি প্রাপ্ত বয়স্ক।
বৃহস্পতিবার মুখী রেঞ্জে প্রাপ্ত বয়স্ক পুরুষ বাঘটিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে বলে ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। 
জানা গিয়েছে প্রায় ১৭০ থেকে ১৮০ কেজি ওজনের এই বাঘটির শ্বাসনালীতে ক্ষত পাওয়া গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর প্রকল্পের আধিকারিকদের অনুমান অন্য কোন প্রাণীর সাথে লড়াই করতে গিয়ে বাঘটির মৃত্যু হয়েছে।
তিনটি বাঘের দেহ ময়নাতদন্ত হয়েছে বলে জানানো হয়েছে। 
সর্বশেষ ব্যাঘ্র গণনা অনুযায়ী কানহায় ১৩৭টি বাঘ রয়েছে। ২০২২ সালে আদমশুমারি অনুসারে, মধ্যপ্রদেশে ৭৮৫টি বাঘ রয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0