রায়মঙ্গলের বুড়িরডাবরি জঙ্গলের খাঁড়ির ভেতরে দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার। বুধবার বিকাল ৪টে নাগাদ নদী পার হওয়ার ছবি ক্যামেরায় ধরে রাখেন পর্যটকরা।
এই শীতে বেশ কয়েকবার পর্যটকদের ক্যামেরায় ধরা পড়লো জঙ্গলের মহারাজ। তবে এবার খুব কাছ থেকে জঙ্গলের মহারাজকে দেখে খুশি পর্যটকরা।
উত্তর ২৪ পরগনার সুন্দরবন অঞ্চল তথা বসিরহাট রেঞ্জের হিঙ্গলগঞ্জের কালিতলা ঘাট থেকে পর্যটকদের জলযান ছাড়া হয়েছিল।
Tiger Raymangal
এবার রায়মঙ্গলে বাঘ দেখলেন পর্যটকরা
×
Comments :0