World

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বাড়ছে প্রতিরোধ

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা আধুনিক মার্কিন ইতিহাসে সবচেয়ে আগ্রাসী অভিবাসন অভিযানের সূচনা করেছে – যা দেশের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রসারিত। তার প্রশাসন দ্রুত নির্বাসন প্রক্রিয়া সম্প্রসারণ করছে।

গুয়ানতানামো বে’র সবচেয়ে সংকটের সম্মুখীন, যেখানে মার্কিন সামরিক বাহিনী নির্বাসিত অভিবাসীদের আটকে রাখা শুরু করেছে।

যদিও এই কৌশলের আইনি ও মানবাধিকারের প্রভাবগুলি অস্পষ্ট। মার্কিন ভূখন্ডের বাইরে আটক কেন্দ্র পরিচালনায় ট্রাম্পের কর্তৃত্বের প্রতাপ নিয়েও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে।
এদিকে, তার প্রশাসন বিতাড়িত অভিবাসীদের গ্রহণ করার জন্য আঞ্চলিক সরকারগুলোকে চাপ দিচ্ছে, আর্থিক টোপ দিচ্ছে বা কূটনৈতিক প্রভাব খাটাচ্ছে। গুয়াতেমালার বার্নার্ডো আরেভালো এবং পানামার জোসে রাউল মুলিনোর মতো কিছু নেতা সহযোগিতা করতে সম্মত হয়েছেন, অন্যদিকে এল সালভাদরের নায়িব বুকেলের মতো অন্যরা তাদের নিজস্ব কারাগার ব্যবস্থায় বন্দীদের রাখার প্রস্তাব দিয়েছেন।

গত ৫ ফেব্রুয়ারি ভারতের উত্তরাঞ্চলীয় শহর অমৃতসরে হাতকড়া পরা ভারতীয় অভিবাসীদের প্রথম নির্বাসন ফ্লাইট এসে পৌঁছায়।

এদিকে উগ্র দক্ষিণপন্থী মোদি সরকার ট্রাম্পের গণবিতাড়ন কর্মসূচিতে পূর্ণ সহযোগিতা করেছে। ভারতীয় গণমাধ্যম কর্মকর্তাদের উদ্ধৃত করে ট্রাম্পের অভিবাসী বিরোধী কথাবার্তার পুনরাবৃত্তি করেছে, যেমন অনথিভুক্ত অভিবাসীদের প্রজনন সংক্রান্ত ‘অপরাধ’। যদিও অভিবাসীরা মার্কিন বংশোদ্ভূত নাগরিকদের তুলনায় অনেক কম হারে অপরাধ করে। এমনকি মোদি সরকারের তরফে এই বিতারণকে স্বাগতও’ও জানানো হয়েছে।
ট্রাম্পের বিশ্বব্যাপী আক্রমণাত্মক প্রকৃতি সত্ত্বেও, প্রতিরোধ বাড়ছে। শ্রমিক ইউনিয়ন, সামাজিক আন্দোলন এবং রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে পুরো দেশ এমনকি আঞ্চলিক জোটও ট্রাম্পের এজেন্ডার বিরুদ্ধে আন্দোলন করছে।

খোদ যুক্তরাষ্ট্রেই বিতাড়ন ও ট্রাম্পের চরম ডানপন্থী এজেন্ডার বিরুদ্ধে গণআন্দোলন বাড়ছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন শহরে বিক্ষোভ দেখা যাচ্ছে।

ট্রাম্পের আন্তর্জাতিক দমনপীড়ন যত বিস্তৃত হচ্ছে, অভিবাসন নীতি ও মানবাধিকারকে আন্তর্জাতিক মাত্রায় ঢেলে সাজাচ্ছে, ততই এর বিরুদ্ধে প্রতিরোধও বাড়ছে। লাতিন আমেরিকার সরকারগুলো ট্রাম্পের নীতি প্রত্যাখ্যান করা থেকে শুরু করে এই অঞ্চল জুড়ে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তৃণমূল পর্যায়ে আন্দোলন পর্যন্ত অভিবাসন অধিকার নিয়ে লড়াই একটি ঐতিহাসিক সংগ্রামে পরিণত হয়েছে।

Comments :0

Login to leave a comment