গত মরশুমে ইস্টবেঙ্গল তাদের তিন বিদেশীকে ছেড়ে দিল। স্ট্রাইকার মেসি বাউলি, উইঙ্গার রিচার্ড সেলিস ও ডিফেন্ডার হেক্টর ইউস্তেকে বিদায় জানাল লাল হলুদ। ২০২৩-২৪ মরশুমে আইএসএল শিল্ডজয়ী মোহনবাগান থেকে ডিফেন্ডার হেক্টরকে নিয়ে আসা হয়েছিল। তবে স্লথ গতির এই ডিফেন্ডার এই মরশুমে হাতেগোনা কয়েকটি ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচেই সেইভাবে ভরসা দিতে পারেননি। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নেওয়া হয়েছিল ভেনেজুয়েলার রিচার্ড সেলিসকে। প্রথমদিকের কয়েকটি ম্যাচে নিজের স্কিলের দ্বারা সমর্থকদের প্রশংসা কুড়োলেও যত মরশুম এগিয়েছে ততই যেন তার প্রতি আস্থা হারিয়েছেন সমর্থকরা। তবে জানুয়ারিতেই নিয়ে আসা আফ্রিকান স্ট্রাইকার মেসি বাউলি কিছুটা নজর কেড়েছিলেন। এর আগে তিনি আইএসএলের কেরালা ব্লাস্টার্সে খেলেছেন। ফলে ভারতীয় ফুটবলের ব্যাপারে যথেষ্টই অভিজ্ঞতা ছিল তার। আরকাদাগের বিরুদ্ধে এ এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে বেশ ভালই পারফর্ম করেছিলেন। এছাড়াও আইএসএলের বাকি ম্যাচেও নজর কেড়েছিলেন। তবুও তাকেও ছেঁটে ফেলল লাল হলুদ ম্যানেজমেন্ট। বিদেশীদের মধ্যে আপাতত রয়েছেন মাদি তালাল , হিজাজি মাহের ও সাউল ক্রেসপো। নতুন মরশুমে নতুন তিন বিদেশীকে দেখা যাবে ইস্টবেঙ্গলে।
Eastbengal Club
তিন বিদেশীকে বিদায় জানাল ইস্টবেঙ্গল , নজরে এবার নতুনরা
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0