রবিবার ভারতীয় সময় রাত ৯:৩০টায় ওহিওর টিকিউএল স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ম্যাচে নামবে বায়ার্ন মিউনিখ ও অকল্যান্ড সিটি। বুন্দেসলিগা জয়ের পর কোচ ভিনসেন্ট কোম্পানির হাত ধরেই ফের ক্লাব বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ' ডাই বায়ার্ন ' ( বায়ার্নের সমর্থকরা এই নামেই ডাকেন প্রিয় ক্লাবকে ) রা। দলে যোগ দিয়েছেন নতুন ডিফেন্ডার জোনাথন টাহ। তার নেতৃত্বেই রক্ষণভাগকে মজবুত করতে চান কোম্পানি। থমাস মুলার ক্লাব বিশ্বকাপের পরই দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। তাই এই প্রতিযোগিতা জিততে মরিয়া থাকবেন তিনিও। অন্যদিকে তাদের প্রতিপক্ষ অকল্যান্ড সিটি এফসি নিউজিল্যান্ড ও ওশিয়ানিয়ান লিগের চ্যাম্পিয়ন দল। দলে বেশ কয়েকজন জাতীয় দলের খেলোয়াড় রয়েছে। তবে সবথেকে বেশি ভয়ংকর হল কলম্বিয়ার জারসন লাগোস। এই উইঙ্গারের দিকে নজর রাখতেই হবে বায়ার্নের ডিফেন্ডারদের। ওশিয়ানিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সবথেকে সফল দল এই অকল্যান্ড সিটি। নিউজিল্যান্ড লিগে মোট ১০বার এবং ওশিয়ানিয়ান লিগে মোট ১৩বার শিরোপা জিতেছে তারা। তবে নিজেদের প্রথম ম্যাচেই বায়ার্নের মতো দলের বিরুদ্ধে নিজেদেরকে মেলে ধরাটাই তাদের জন্য বেশ কঠিন কাজ হবে।
FIFA CLUB WORLD CUP
ক্লাব বিশ্বকাপে নামবে বায়ার্ন মিউনিখ
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0