৯৭২২ দিন। ১৯৯৮সালে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ২০২৫সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের মধ্যে ফারাক এই ৯৭২২দিনের। এর মাঝে বেশ কয়েকবার ফাইনালে উঠেও হাতছাড়া হয়েছে ট্রফি। ২০২৪সালে টিটোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। তবে অবশেষে দক্ষিণ আফ্রিকার স্বপ্নের সওদাগর হয়ে উঠলেন অধিনায়ক টেম্বা বাভুমা। ৫ফুট ৪ইঞ্চির বছর ৩৫-র এই খর্বকায় ক্রিকেটার জন্মেছিলেন ওয়েস্টার্ন কেপের লাঙ্গাতে। ২০১৪সালে টেস্টে তার অভিষেক ঘটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০১৬তে অভিষেক হয় একদিনের ক্রিকেটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ২০১৬তে কেপ টাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নিজের প্রথম শতরান ১০২ করেন টেম্বা। ২০২১ সালে কুইন্টন ডি ককের থেকে টেস্টের অধিনায়কত্ব হস্তান্তরিত হয় টেম্বার কাছে। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে অধিনায়কত্ব পাওয়ার পর গোটা দলের চেহারাই যেন বদলে দিয়েছেন টেম্বা। ২০২১ থেকে শুরু করে ২০২৫ পর্যন্ত এখনো অব্দি অধিনায়ক হিসেবে মোট ১০টি টেস্ট খেলেছেন টেম্বা। তার মধ্যে ১০টিই জিতেছেন তিনি। ভারত , শ্রীলংকা , ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভেঙে ফেলেছেন ১৯২০-২১ এর ওয়ারউইক আর্মস্ট্রংয়ের রেকর্ড। অস্ট্রেলিয়ার এই খেলোয়াড় অধিনায়ক হিসেবে টানা ৯টি টেস্ট জিতেছিলেন। টেম্বা ১০টি টেস্ট জিতে ভেঙে ফেলেছেন সেই রেকর্ড। ম্যাচ জয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন তিনি। একটা সময় দক্ষিণ আফ্রিকার ৭০ রানে ২ উইকেট পরে গিয়েছিল। সেখান থেকে মার্করাম ও টেম্বার যুগলবন্দীতেই ঘুরে দাঁড়ায় দল। ১৩৪ বলে তার করা ৬৬রানের গুরুত্বপূর্ণ ইনিংসই লড়াইয়ে ফেরায় টেম্বাকে। ১৯৯৮এর পর থেকে হাজারো কটূক্তি , সমালোচনার শিকার হতে হয়েছিল ' প্রোটিয়া ' দের। তবে শনিবারের পর থেকে হয়তো এক নতুন দক্ষিণ আফ্রিকাকে চিনবে ক্রিকেটবিশ্ব । যারা ফাইনালে উঠেও নিজেদের স্নায়ু ধরে রাখতে পারে। চাপের কাছে মাথানত না করে মাথা উঁচু করেই ম্যাচ জেতে । ২০২৫ বছরটি যেন সমস্ত ক্রীড়াদলগুলিকেই ফিরিয়ে দিয়েছে তাদের যোগ্য সম্মান । ফুটবলে নিউক্যাসেল , ক্রিস্টিয়াল প্যালেস , পিএসজি থেকে শুরু করে ক্রিকেটে বিরাটের বেঙ্গালুরু। ট্রফি জিতে ' চোকার্স ' তকমা ঘুচিয়েছেন সকলকেই। এবার এই তালিকায় নাম নথিভুক্ত করল দক্ষিণ আফ্রিকাও।
WORLD TEST CHAMPIONSHIP CHAMPION SOUTH AFRICA
টেম্বার ডানায় স্বপ্নের উড়ান ম্যান্ডেলার দেশের
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0