ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি জেলার একটি মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে আগুন লেগে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। জেলাশাসক অবিনাশ কুমার জানিয়েছেন, শুক্রবার রাত পৌনে ১০টা নাগাদ মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
এনআইসিইউর বাইরের অংশে থাকা শিশুদেরও উদ্ধার করা হয়। জেলাশাসক বলেন, ‘‘প্রাথমিকভাবে ১০ শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে’’। কম সঙ্কটজনকদের এনআইসিইউর বাইরের অংশে ভর্তি করা হয় এবং আরও গুরুতর রোগীদের অভ্যন্তরীণ অংশে রাখা হয়।
ঝাঁসির ডিভিশনাল কমিশনার বিমল কুমার দুবে মধ্যরাতে হাসপাতালে পৌঁছে সাংবাদিকদের বলেন, এনআইসিইউর অভ্যন্তরীণ অংশে প্রায় ৩০ জন শিশু ছিল।
সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ঝাঁসি সুধা সিং শনিবার জানিয়েছেন, এই ঘটনায় আহত আরও ১৬ শিশুর চিকিৎসা চলছে। ঘটনার সময় এনআইসিইউতে ৫০ জনেরও বেশি শিশু ভর্তি ছিল।
ঝাঁসি পুলিশ সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে একটি দমকল বাহিনী পৌঁছেছে এবং জেলার উচ্চপদস্থ কর্মকর্তারাও মেডিকেল কলেজে পৌঁছেছেন।
জেলা পুলিশ প্রধান বলেন, ১০ শিশু মারা গেছে এবং অন্যদের উদ্ধার করা হয়েছে বা আহত অবস্থায় পাওয়া গেছে, এমন তথ্যও রয়েছে যে এনআইসিইউতে আগুন লাগার পরে কিছু বাবা-মা তাদের বাচ্চাদের বাড়িতে নিয়ে গিয়েছিলেন।
তিনি বলেন, পুলিশ এনআইসিইউতে থাকা শিশুদের সংখ্যা এবং তাদের বর্তমান অবস্থা যাচাইয়ের চেষ্টা করছে।
ডিভিশনাল কমিশনার বিমল কুমার দুবে ও ঝাঁসি পুলিশ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কলানিধি নৈথানিকে ১২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।
Uttar Pradesh
উত্তর প্রদেশের সরকারি হাসপাতালে আগুন, হত অন্তত ১০ শিশু
×
Comments :0