Madhya Pradesh

মধ্যপ্রদেশে দলবদ্ধ ধর্ষণের শিকার দলিত মহিলা

জাতীয়

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে দলবদ্ধ ধর্ষণের শিকার দলিত মহিলা। সিধি জেলার চুরহাট জঙ্গলে এই ঘটনা ঘটেছে বলে প্রশাসন সূত্রে খবর। জানা গিয়েছে বন্ধুর সাথে জঙ্গলে গিয়েছিলেন নির্যাতিতা। সেই সময় পাঁচজন ব্যাক্তি তাদের পিছু নিতে থাকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জঙ্গলের ভিতর মহিলার সাথে ব্যাক্তির মাথায় আঘাত করে তাকে অচেতন করে নির্যাতিতাকে জঙ্গলের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। 
পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন তাদের দুজনকে ভয় দেখানো হয় যদি তারা এই ঘটনা কাউকে জানায় তাহলে তাদের প্রাণে মেরে ফেলা হবে। জঙ্গলের ভিতর দুজনের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে তিনি জানিয়েছেন। 
জানা গিয়েছে ঘটনার পর নির্যাতিতা ধারে কাছে একটি হওয়া নির্মিয়মান বহুতলে আশ্রয় নেয়। সেখানে থাকা শ্রমিকদের তিনি গোটা ঘটনা জানায়। তারপর সেখান থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীকে গোটা ঘটনা জানানোর পর থানায় দায়ের করা হয় অভিযোগ। পুলিশের পক্ষ থেকে জঙ্গলে তল্লাসি করে একাধিক প্রমান জোগাড় করে। জঙ্গল এবং তার আশপাশের গ্রামের অভিযুক্তদের খোঁজে তল্লাসিও চালায় পুলিশ। 
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকায় সিসিটিভি না থাকায় অভিযুক্তদের খুঁজে পেতে সমস্যা হচ্ছে। তবে তাদের খোঁজে অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। 
২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে, রাজ্যে দলিত ও আদিবাসী মহিলাদের বিরুদ্ধে ৭,৪১৮টি ধর্ষণের মামলা নথিভুক্ত করা হয়েছে। গড়ে প্রতিদিন সাতটি ধর্ষণের ঘটনা ঘটেছে বিজেপি শাসিত এই রাজ্যে। ৩৩৮টি দলবদ্ধ ধর্ষণ এবং ৫৫৮টি তপশিলি জাতি/উপজাতি মহিলাদের হত্যার ঘটনা সামনে এসেছে। রাজ্যের জনসংখ্যার প্রায় ৩৮% দলিত ও আদিবাসী।

Comments :0

Login to leave a comment