আটকে রয়েছেন দশের বেশি শ্রমিক। কিন্তু মঙ্গলবারও আসামের খাদানে একশো ফিটের বেশি জল জমে রয়েছে। ভারতীয় নৌবাহিনীর ‘ডাইভার’ আনা হয়েছে উদ্ধারে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আটকে থাকা কোনও শ্রমিককে উদ্ধারের খবর নেই। কোনও কোনও অংশের বক্তব্য, আটকে থাকা শ্রমিদের তিনজনের দেহ দেখতে পেয়েছে উদ্ধারকারী দল। তবে দেহও উদ্ধার করা যায়নি।
মেঘালয় সীমান্তবর্তী আসামে ডিমা হাসাও জেলার উমারাংশু থানা এলাকার কালামটির এই খনিতে সোমবারই জল ঢুকে পড়ে। সোমবার সকালে ২৭ জন শ্রমিক খাদানে নেমেছিলেন। ওপরের দিকে ছিলেন এমন কয়েকজন বেরিয়ে এলেও বাকিরা নিচে আটকে পড়েছেন।
উদ্ধারকাজে মোতায়েন করা রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ’র প্রায় ৩০ জওয়ান। আসাম রাইফেলস এবং সেনাও যুক্ত রয়েছে উদ্ধারকাজে। সাধ্যমতো এই বাহিনীকে সহায়তা করছেন স্থানীয়রা।
উদ্ধারকাজ শুরু করতে দেরির অভিযোগ রয়েছে আসামের বিজেপি সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সম্ভবত বিধি না মেনে খনন চলছিল এই খনিতে।
এই এলাকায় প্রায় ২৭টি খনি রয়েছে। প্রতিটিই ব্যক্তি মালিকানধীন। শ্রমিকদের সুরক্ষা বিধি পালনে ব্যবস্থা না রাখার অভিযোগ রয়েছে।
প্রতিরক্ষা বাহিনীর এক মুখপত্র সংবাদসংস্থাকে জানিয়েছেন যে ইঞ্জিনিয়ারদের টাস্ক ফোর্স আধুনিক সরঞ্জাম নিয়ে এলাকায় রয়েছে।
Assam Mine Trapped Workers
চব্বিশ ঘন্টা পার, আসামের খাদানে আটকেই শ্রমিকরা
×
Comments :0