NATUNPATA QUIZ ANS. 1 JUNE

নতুনপাতা বলতে পারো সমাধান ১ জুন

ছোটদের বিভাগ

QUIZ ANS 1 JUNE

বলতে পারো 

সমাধান ১ জুন 

অমল কর

জিজ্ঞাসা
১) ভারতের মহিলা লন টেনিস
খেলোয়াড় সানিয়া মির্জার পদক
জয়ের পরিসংখ্যান কি ?
২)ফিনল্যান্ডের জাতীয় ভাষা
"ফিনিশ" ভাষায় অনূদিত রামায়ণ -এর
কি নাম ?
৩) ভারতের কোথায় গেলে পাওয়া
যাবে 'রোটাং পাস' গিরিপথ ?
৪) উইলিয়াম শেক্সপিয়র মোট
কতগুলো সনেট ও কতগুলো নাটক
রচনা করেন?
৫) বিশ্বের মোট প্রাপ্ত জলের মধ্যে
কতটুকু পানযোগ্য।
৬) একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত
সৌরজগতের মোট দৈর্ঘ্য কত কিমি?

সমাধান

১) মহিলা ডাবলস চ্যাম্পিয়ন
ক) উইম্বলডন      -২০১৫
খ) ইউএসওপেন -২০১৫
গ) অষ্ট্রে:ওপেন   -২০১৬
     মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন
 ঘ) অষ্ট্রে: ওপেন -২০০৯
ঙ)ফরাসি ওপেন -২০১২
চ)ইউএস  ওপেন-২০১৪
২)ফিনিশ ভাষায় অনূদিত রামায়ণ   "রামান তাড়িনা" (রামের গল্প নিয়ে)।
৩) হিমাচল প্রদেশে রোটাং পাস।
৪) শেক্সপিয়র মোট ১৫৪টি সনেট ও
   ৩৭টি নাটক লেখেন।
৫) বিশ্বের মোট প্রাপ্ত জলের ২.৭
    শতাংশ জল পানযোগ্য।
৬) সৌরজগতের একপ্রান্ত থেকে                       
      অপরপ্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য ২০০০
       কিমি।

Comments :0

Login to leave a comment