MUKTADHARA KABITA / SUBRATA DEB

মুক্তধারা কবিতা / এর পরে

সাহিত্যের পাতা

MUKTADHARA  KABITA  SUBRATA DEB 10 JUNE

এর পরে

সুব্রত দেব

এর পরে কী, সে – নিয়ে আপনাকে ভাবতে হবে না মশাই।
এখন কী, সেটাই আগে ভাবুন।
গোধুলি আলোয় দাঁড়িয়ে আপনি হয়ত বুঝতে পারছেন না
এর পরে কি দিন আসবে, না রাত?
তো চোখ – কান খোলা রাখুন।
যদি দেখতে পান পেঁচাদের ওড়াউড়ি শুরু হয়ে গেছে
বা, শেয়ালের হুক্কাহুয়া
তো বুঝে নেবেন, এটা রাতেরই গ্রিন সিগন্যাল
আর যদি কাকের কা কা বা মোরগের কোঁকর কোঁ শুনতে পান,
ধরে নেবেন এ দিনেরই স্বাগতধ্বনি।
তাই চোখ – কান খোলা রাখুন আপনি।
খোলা রেখেই ভাবুন, এখন কী।

Comments :0

Login to leave a comment