ছাত্রনেতা আনিস খানের হত্যাকাণ্ড থেকে আর জি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ-খুন, সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নানা অভিযোগ সামনে আসছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্লীলতাহানি বা শাসক দলের ঠ্যাঙাড়ে বাহিনীর সদস্য হয়ে দাদাগিরির মতো অভিযোগ উঠেছে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে। এবার ধর্ষণের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এবার বীরভূমের মহম্মদ বাজারের ঘটনা। নাবালিকাকে ধর্ষণ করার ঘটনায় গ্রেপ্তার এক সিভিক ভলান্টিয়ার। থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার চিরঞ্জীব সিংহের বিরুদ্ধে অভিযোগ এমনই। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালল পুলিশ হেপাজতে পাঠিয়েছে ধৃতকে।
অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার
স্থানীয় সুত্রে পাওয়া খবরে জানা গেছে, নাবালিকার বাড়িতে যাতায়াত ছিল অভিযুক্তের। পরিবারের অভিযোগ সেই সুযোগ নিয়েই আমাদের মেয়েকে ধর্ষণ করেছে ওই অভিযুক্ত। পরে হুমকি দেওয়া হয় যেন কাউকে না বলে। বললে প্রাণে মেরে দেবো। নির্যাতিতার পরিবার ধর্ষণের অভিযোগে মহম্মদবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আদালত সুত্রে জানা গেছে, গত নভেম্বর মাসে বারো দিনের ব্যবধানে মহম্মদ বাজারের এই সিভিক ভলান্টিয়ার এক নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নাবালিকার বয়ান অনুযায়ী ঘটনাটি ঘটেছিল নভেম্বর মাসের পয়লা ও বারো তারিখে। নাবালিকা ভয়ে বাড়িতে কিছু বলে নি। কিন্তু মাস খানেক ধরে নাবালিকার আচরনের তারতম্য ও শারিরীক কিছু ইঙ্গিত দেখে তার পরিবারের মনে প্রশ্ন জাগে। নাবালিকাকে জোর করে জিজ্ঞাসা করা হলে সে সব উগলে দেয়। এরপরই পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। তাকে এদিন সিউড়ি আদালতে তোলা হলে বিচারক দু-দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। আইনজীবী অনিন্দ্য সিংহ বলেন,‘‘পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।’’
অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন মহম্মদবাজার থানার মহিলা পুলিশ আধিকারিককে ডেপুটেশন দিয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি মহম্মদবাজার ব্লক কমিটি। সেখানে প্রতিনিধি দলে ছিলেন, জেলার মহিলা নেত্রী মাধবী বাগদি, নেত্রী লতিকা দাস, দীপা বাউরি, তফেজা বেগাম, দিলরুবা খাতুন ও গোলেজা বেগম। তাঁরা ডেপুটেশন থেকে বেরিয়ে এসে অভিযোগ করে বলেন, তৃণমূলের রাজত্বে রাজ্য জুড়ে মহিলাদের উপর যৌন হেনস্থা দিনদিন বাড়ছে। আমরা ওই অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
Comments :0