NATUNPATA KABITA CHACHAR TAK

নতুনপাতা কবিতা / চাচার টাক

ছোটদের বিভাগ

NATUNPATA KABITA CHACHAR TAK 12 JUNE

চাচার টাক 

 উৎপলকুমার ধারা

হাঁক পাড়তেই বনের শেয়াল
ডান্ডা নিয়ে ছুটলো চাচা
বানরগুলো টোপকে দেয়াল
চিড়িয়াখানার ভাঙলো খাঁচা !

মুক্ত হলো পশু পাখি
খাঁচায় ছিল বন্দি যারা
বললো হাতী অনেক বাকি
মানুষ তোরা খানিক দাঁড়া !

কলকাতাতে দিচ্ছি হানা
মানবো নাকো নিষেধ-জারি
ভাঙবো রে সব চিড়িয়াখানা 
ভাঙবো তোদের দখলদারি !

হাতীর কথা এক নিমেষে
টুইটার আর ফেসবুকেতেই
পশু পাখির স্বাধীন দেশে
দুম্ ফটাফট্ পৌঁছে যেতেই ...

কাণ্ড তখন ঘটলোটা কী
বার্তা যেতেই পাখির ঝাঁকে
বিষ্ঠা ছেড়ে যত্তো পাখি
চুন মাখালো  চাচার টাকে !!

Comments :0

Login to leave a comment